চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী কাও হু ছেং জানিয়েছেন , আশিয়ান ইতোমধ্যে চীনের বৈদেশিক বাণিজ্যিক ঘাটতির প্রধান অঞ্চলে পরিণত হয়েছে ।
পেইচিংয়ে আয়োজিত এক তথ্য জ্ঞাপন সভায় কাও হু ছেং বলেছেন , গত শতাব্দির গোড়ার দিক থেকে আশিয়ানের প্রতি চীনের বাণিজ্যে ঘাটতি দেখা দেয় । ২০০৫ সালের শেষ নাগাদ আশিয়ান দেশগুলোর সংগে চীনের বাণিজ্যিক ঘাটতির পরিমাণ ১৯.৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে এবং এই ঘাটতি ধাপে ধাপে বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে ।
জানা গেছে , গত বছর চীন ও আশিয়ানের দ্বাপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৩০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । এখন চীন ও আশিয়ান পরস্পরের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরি
|