v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-06 18:18:43    
চীন-আসিয়ান আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ফলপ্রসু হয়েছে

cri
    এই বছর হলো চীন ও আসিয়ানের মধ্যে অংশিদারী সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চদশ বার্ষিকী । চীনের উপবাণিজ্য মন্ত্রী কাও হু ছেন ৬ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন , চীন ও আসিয়ানের মধ্যে অংশিদারী সম্পর্ক প্রতিষ্ঠার পর ১৫ বছরে দু পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অনেক বেড়েছে । দু' পক্ষের বাণিজ্যের পরিমান প্রতি বছর ২০ শতাংশে বাড়ছে । এর পাশাপাশি দু পক্ষের মধ্যে অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে ।

    ১৯৯১ সালে চীন ও আসিয়ানের মধ্যে সহযোগিতা শুরু হয় । দু' পক্ষ রাজনীতি , অর্থনীতি , বাণিজ্য , নিরাপত্তা , সমাজ , সংস্কৃতি ও বেসরকারী যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করেছে । অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক বাণিজ্য বাড়ানোর জন্য চীন ও আসিয়ানের দশটি সদস্য দেশ ২০০২ সালের শেষ দিকে ' চীন ও আসিয়ানের মধ্যে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে এবং আনুষ্ঠানিকভাবে চীন -আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু করেছে । দু' পক্ষের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অনুসারে দু পক্ষ গত বছরের জুলাই মাস থেকে অবাধ বাণিজ্য অঞ্চলের ৭ হাজারটির পণ্যের কর কমাতে শুরু করেছে । কাও হু ছেন বলেছেন , ২০০৫ সালের জুলাই মাস থেকে ২০০৬ সালের জুলাই মাস পর্যন্ত এক বছরে চীন ও আসিয়ানের বাণিজ্য মূল্য ছিল ১ শ' ৪৩ বিলিয়ন মার্কিন ডলার । এই পরিমান গত অর্থ বছরের চেয়ে ২২ শতাংশ বেশি । অবাধ বাণিজ্য অঞ্চলে দু' পক্ষের আমদানি-রপ্তানি সুষ্ঠুভাবে চলছে । পণ্যদ্রব্যের কর কমানোর পাশাপাশি দু' পক্ষের মধ্যে পরিসেবামূলক বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা চলছে ।

    গত কয়েক বছরে চীনে আসিয়ান দেশগুলোর প্রতি বছরের অর্থবিনিয়োগ তিন বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে । ২০০৫ সাল পর্যন্ত আসিয়ান দেশগুলো চীনের মোট ৩০ হাজারটি শিল্পপ্রতিষ্ঠানে মোট ৩৮.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে । এর পাশাপাশি চীনের অনেক শিল্পপ্রতিষ্ঠান আসিয়ান দেশে অর্থ বিনিয়োগ করেছে ।

    বর্তমানে চীন ও আসিয়ান পরস্পরের চতুর্থ বাণিজ্য অংশিদারী দেশ , আসিয়ান হচ্ছে চীনের পঞ্চম রপ্তানি বাজার ও আমদানি পণ্যের উত্স । দু পক্ষের আমদানি ও রপ্তানি পণ্য প্রাথমিক পণ্য থেকে শিল্প পণ্যে , বিশেষ করে বৈদ্যুতিক পণ্য ও হাই-টেক পণ্যে রূপান্তরিত হচ্ছে । অবকাঠামো নির্মাণ , কৃষি ও শক্তি ক্ষেত্রে দু' পক্ষের সহযোগিতা দ্রুত বাড়ছে ।

    চীনের উপবাণিজ্য মন্ত্রী কাও হু ছেন বলেছেন , দীর্ঘকাল ধরে আসিয়ান দেশগুলোতে চীনের রপ্তানির পরিমান আমদানির চেয়ে কম , এই ঘাটতি আরো বাড়ার প্রবনতা দেখা দিয়েছে । তিনি আরো বলেছেন , গত শতাব্দীর নব্বইয়ের দশক থেকে আসিয়ানের সঙ্গে বাণিজ্যে ঘাটতি দেখা দিয়েছে । তখন থেকে আসিয়ান দেশগুলো থেকে আমদানির হার সব সময়ই রপ্তানির চেয়ে বেশি । ২০০৫ সালে এই ঘাটতি ১৯.৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছিল । আসিয়ান চীনের বৈদেশিক বাণিজ্যের ঘাটতির অন্যতম অঞ্চলে পরিণত হয়েছে ।

    চীন-আসিয়ানের মধ্যে অংশিদারী সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চদশ বার্ষিকী উপলক্ষে অক্টোবর মাসে চীনের কুয়াং সি চুয়াং জাতির স্বায়তশাসিত অঞ্চলের রাজধানী নানিংয়ে চীন-আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও আসিয়ানের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেবেন । শীর্ষ সম্মেলনে দুপক্ষের নেতারা চীন -আসিয়ান সম্পর্ক প্রসারের অভিজ্ঞতার সারসংকলন করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারের নতুন পরিকল্পনা প্রণয়ন করবেন ।

    ২০০৪ সাল থেকে প্রতি বছরই দক্ষিণ- পশ্চিম চীনের নাননিন শহরে চীন-আসিয়ান মেলা অনুষ্ঠিত হয় । এই মেলা ইতোমধ্যে চীন -আসিয়ান অবাধ বাণিজ্যের এক ফ্ল্যাটফর্মে পরিণত হয়েছে ।