চীনে নিযুক্ত এশিয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ থাং মিন ৬ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন , চীনের রেনমিনপির বিনিময় হারের সংস্কার এক ক্রমবর্দ্ধমান পর্যায়ের মধ্য দিয়ে চলা উচিত । অল্প দিনের মধ্যে রেনমিনপির রাতারাতি মূল্যবৃদ্ধি করা উচিত নয় ।
এক তথ্য জ্ঞাপন সভায় থাং মিন বলেছেন , চীনে এখনো নির্দিষ্ট মাত্রায় বাণিজ্যিক ঘাটতি বিদ্যমান রয়েছে এবং রেনমিনপি এখনো মূল্যবৃদ্ধির বিরাট চাপের সম্মুখীন হচ্ছে । তবে নিছকভাবে রেনমিনপির বিনিময় হারের পরিবর্তনের মাধ্যমে চীনের আন্তর্জতিক বাণিজ্যিক ভারসাম্যহীনতার সমস্যার সমাধান করা যাবে না । সঠিক উপায় হচ্ছে ঋণদান নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর মত বহুমুখী পদ্ধতি ব্যবহার করে অর্থনৈতিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা ।
|