চীনের বাণিজ্যমন্ত্রী পোও সি লাই গত মঙ্গলবার পেইচিংয়ে বলেছেন , চীন সরকার মেধা স্বত্ব সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেয় ।
বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের অন্তর্ভূক্তির পঞ্চম বার্ষিকী উদযাপন উপলক্ষে পেইচিংয়ে আয়োজিত এক নৈশ ভোজসভায় পোও সি লাই এই কথা বলেছেন ।
বিশ্ব বাণিজ্য সংস্থায় অংশ নেয়ার পর চীনের বৈদেশিক বাণিজ্যের মোট পরিমাণ বেড়েই চলেছে । তবে কোনো কোনো মহল মেধা স্বত্বের ওপর চীনের সংরক্ষণের মাত্রা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছে । ভোজসভায় ভাষণ দেয়ার সময় পোও সি লাই বলেছেন , কোনো কোনো ব্যক্তি মেধা স্বত্ব লংঘনকারী তত্পরতার বিরুদ্ধে চীনের শাস্তি দেয়ার প্রাবল্যে অসন্তোষ প্রকাশ করেছেন । অথচ আমাদের লক্ষ্য করতে হবে যে , চীনের আইন বিভাগ এই রকম তত্পরতার বিরুদ্ধে তার শাস্তিমূলক ব্যবস্থা জোরদার করেছে ।
গত মঙ্গলবার পেইচিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কপিরাইট সংক্রান্ত এক ফোরামে বিশ্ব মেধা স্বত্ব সংস্থার উপমহাপরিচালক জিওফ্রি ইউ বলেছেন , গত কয়েক বছরে কপিরাইট সংরক্ষণের ক্ষেত্রে চীন বহু কাজ করেছে এবং সাফল্য অর্জন করেছে । অন্যান্য দেশের তা উপলব্ধি করা উচিত ।
|