জীবনে প্রথম সিমানা তুমি,
জাগিয়েছো হৃদয়ে সুর,
আমার হৃদয়ে তোমার প্রকাশ,
তাই প্রাণে লাগে সুমধুর।
কত সাজে, কত ছন্দে,
কত গানে, কত আনন্দে,
তুলেছো হৃদয় ঢেউ।
কত রূপে, কত বর্ণে,
কত না লীলার, অরুণ ছন্দে,
করেছো আমার হৃদয় শীতল।
---বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার গাবগাছি গ্রামের বেলকুচি হ্যালো ফ্রেণ্ডস বেতার শ্রোতা সংঘের সভাপতি মো: ওছিয়ার রহমান মিন্টু
|