v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-07 16:31:45    
পেইচিং হুয়াইউয়ান গোষ্ঠীর সি ই ও রেন চিছিয়াং

cri
    রেন চিছিয়াং ১৯৫১ সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেন । তিনি চীনের কমিউনিস্ট পার্টির সদস্য। আইন বিষয়ে তিনি মাস্টার ডিগ্রী লাভ করেন । ১৯৮৪ সালে তিনি পেইচিং হুয়াইউয়ান অথনৈতিক নির্মাণ ও উন্নয়ন কোম্পানিতে প্রবেশ করেন এবং এ কোম্পানির বিভাগীয় ম্যানেজারে নিযুক্ত হন । ১৯৯৩ সালে তিনি পেইচিং হুয়াইউয়ান গোষ্ঠীর সি ই ও এবং এই গোষ্ঠীর ম্যানেজার জেনারেল পদে নিযুক্ত হন । ২০০২ সালে তিনি হুয়াইউয়ান নতুন যুগ গৃহায়ন উন্নয়ন কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজার জেনারেল পদে নিযুক্ত হন । ১৯৯৪ সালে তিনি পেইচিং সিছেং এলাকার একাদশ গণ কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন । ১৯৯৫ সালে তিনি পেইচিং শ্রম বীরে ও ১ মে শ্রম পুরস্কারে ভূষিত হন । এখন তিনি পেইচিংয়ের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের নবম কমিটির সদস্য নির্বাচিত হন । তাছাড়া, তিনি অনেক সামাজিক সংস্থা ও বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা, অতিথি অধ্যাপক ইত্যাদি দায়িত্ব পালন করেন ।

    রেন চিছিয়াং হুয়াইউয়ান গোষ্ঠীর নেতা হিসেবে গোষ্ঠী উন্নয়নের বিভিন্ন সময়পর্বে সংস্কারের ভাবধারা ,লক্ষ্য ও কর্তব্য দাখিল করেন । তিনি নিজস্বভাবে হুয়াইউয়ান গোষ্ঠীর শেয়ারায়ন, গোষ্ঠীকরণ ও আন্তর্জাতিকায়নের উন্নয়নের রণ কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেন এবং সাফল্যের সঙ্গে আধুনিক শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে ধারাবাহিক সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করেন ।

    শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাজে মজবুত তাত্ত্বিক ভিত্তি, প্রচুর বাস্তব অভিজ্ঞতা, কল্পনাতীত ধারণা ও চমত্কার পরিচালনা ছাড়াও প্রথাগত নিয়মভাঙ্গা ও কঠিন সমস্যা সমাধানের সামর্থ্যও রেন চিছিয়াংয়ের রয়েছে । তাঁর নেতৃত্বে ১৯৯৩ সালে হুয়াইউয়ান গোষ্ঠী ও গোষ্ঠীর গৃহায়ন কোম্পানির শেয়ার সংস্কার সম্পন্ন করা হয় । ১৯৯৪ সালে গৃহায়ন কোম্পানি ও বিদেশের কোম্পানির যৌথ পুঁজি বিনিয়োজিত হয় । পেইচিংয়ে তিনি হুয়াংছিংচিয়াইউয়ান, হুয়াথিংচিয়াইউয়ান, ফেনিক্স সিটি এবং সান্নি মানহাটন ইত্যাদি বিখ্যাত ভবন নির্মাণ করেন এবং গোষ্ঠীর ইস্টেট শিল্পের মোট পুঁজি ৮ বিলিয়নে তাড় করান এটি চীনের গৃহায়ন শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান লাভ করে । ১৯৯৫ সালে, হুয়াইউয়ান গোষ্ঠী আর্থিক ক্ষেত্রে প্রবেশ করে । ৩ কোটি ইউয়ান পুঁজি বিনিয়োগ করার পর, এ কোম্পানি পেইচিং শহর সহযোগিতা ব্যাঙ্কের দ্বিতীয় শেয়ার অংশীদারে পরিণত হয় । ১৯৯৬ সালে এ গোষ্ঠীর পাঁচশালা মধ্য ও দীর্ঘকালীন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয় । এই গোষ্ঠী ৫ কোটি ইউয়ান পুঁজি বিনিয়োগ করে সিনহুয়া জীবন বীমা কোম্পানির অন্যতম বৃহত্ শেয়ার অংশীদারে পরিণত হয় । হুয়াইউয়ান গৃহায়ন লিমিটেট কোম্পানির শেয়ার বিদেশের বাজারে বিক্রি করা হয় তাত্ত্বিক গবেষণা জোরদার করার জন্যে এই গোষ্ঠী চীনের সংস্কার তহবিল গবেষণাগারের কাছে ৮০ লাখ ইউয়ান পুঁজি বিনিয়োগ করে তাত্ত্বিক গবেষণার ঘাঁটি স্থাপন করেছে ।১৯৯৭ সালে হুয়াইউয়ান গোষ্ঠী সরাসরি পুঁজি বিনিয়োগের মাধ্যমে তাদের পুঁজি ও ব্যবসা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রসারিত করেছে । বিদেশে হুয়াইউয়ান গৃহায়ন শেয়ার লিমিডেট কোম্পানির ১৫ কোটি মার্কিন ডলারের ঋণপত্র    ছাড়া হয়েছে । ২০০১ সালের সেপ্টেম্বর মাসে এই গোষ্ঠী উন্নয়ন ও বাজারের প্রয়োজনের সঙ্গে সংগীত রাখার জন্যে হুয়াইউয়ান গোষ্ঠীর বহনকারী হুয়াইউয়ান গৃহায়ন লিমিডেট কোম্পানির সকল শেয়ার চীনের হুয়ারুন কোম্পানির কাছে বিক্রি করে। ২০০১ সালের ডিসেম্বর মাসে হুয়াইউয়ান নতুন যুগ গৃহায়ন কোম্পানি শিল্প ও বাণিজ্যের রিজিস্ট করে তার পনরুত্থানেরজন্যে দৃঢ় ভিত্তি স্থাপন করেছে ।