প্যারিসে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ৫ আগস্ট একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে ইউরো চলিত অঞ্চলে চলতি বছরের অর্থনীতি বৃদ্ধি হার অনুমান করা হয় ২.২ শতাংশের পরিবর্তে ২.৭ শতাংশ হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ইউরো চলিত দু'টি প্রধান দেশ, ফ্রান্স ও জার্মানি চলতি বছরের অর্থনীতি বৃদ্ধি হার এর আগের অনুমানের চেয়ে বেশি। ফ্রান্স ২.১ থেকে ২.৪ শতাংশ হয়েছে। জার্মানিতে ১.৮ থেকে ২.২ শতাংশ হয়েছে।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার প্রধান অর্থনীতিবিদ জিন ফিলিপি কোটিস একই দিন অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, চলতি বছরের প্রথম ৬ মাস ইউরো চলিত অঞ্চলের অর্থনীতি অনুমানের চেয়ে ভালো। কিন্তু যুক্তরাষ্ট্র ও জাপানের অর্থনীতি বৃদ্ধি হার অনুমানের সমান বা একটু নিম্ন। তাতে দেখা যায় ইউরো চলতি অঞ্চল যুক্তরাষ্ট্র ও জাপানের পার্থক্য কমে যাচ্ছে।
|