 চীন রাশিয়া মৈত্রীর স্মারক হিসেবে রাশিযা ভ্রমণকারী সংবাদিক দল সাফল্যের সঙ্গে সফর শেষ করে ৬ আগস্ট সকালে রাশিয়ার রাজধানী মস্কো থেকে পেইচিংয়ে ফিরে এসেছে।
এবারের কার্যক্রম সাফল্যের সঙ্গে শেষ হওয়ায় ৪ আগস্ট চীন ও রাশিয়া দু'পক্ষ মস্কোর রেড স্কয়ারে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে।

এবারের মৈত্রী সফর হলো চীন-রাশিয়া বর্ষ কাঠামোর ধারাবাহিক অনুষ্ঠানের অন্যতম। চীন আন্তর্জাতিক বেতার, পিপলস ডেইলি পত্রিকা, শিনহুয়া বার্তা সংস্থা ও সিসিটিভি ইত্যাদি চীনা সংবাদ মাধ্যম এবং ইতার-তাস বার্তা সংস্থা, গোলোস রোসিসহ রাশিয়ার সংবাদ মাধ্যমের ৪০ জনেরও বেশি সংবাদদাতা এই দল গঠন করেছেন। তারা ১৩টি জিপ নিয়ে ২৫ জুলাই পেইচিংয়ের থিয়েন আন মেন স্কোয়ার থেকে রওনা হয়ে ১৯টি রুশ শহর সফর করে ২৬ আগস্ট মস্কোয় পৌঁছান। তারা রুশ সরকার ও জনগণের আন্তরিক অভিনন্দন পেয়েছেন। এবারের মৈত্রী সফর দু'দেশের জনগণের মধ্যে সমঝোতা ও মৈত্রীকে আরো জোরদার করেছে।

|