
জর্দান সরকারের মুখপাত্রহান্নান নাসের বলেছেন , ৪ সেপ্টেম্বর রাজধানী আম্মানে সংঘটিত বিদেশী পর্যটকদের গুলিবর্ষণ করার ঘটনা একটি বিচ্ছিন্নঘটনা । ঘটনাটি কোনো সশস্ত্র দল বা সংস্থার সঙ্গে জড়িত নয় ।
৫ সেপ্টেম্বর" জর্দান টাইমস" পত্রিকায় নাসেরের কথার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে , তদন্ত থেকে জানা গেছে , নাবিল আহমেদ নামক ৩৮ বছর বয়সী একজন জর্দানী পুরুষ এই গুলিবর্ষণ করেছে । ঘটনাটি কোনো সশস্ত্র দলের সঙ্গে জড়িত নয় । জর্দানের বাইরের কোনো সংস্থার সঙ্গে তার কোনো সম্পর্ক আছে এমন কোনো প্রমানও পাওয়া যায়নি ।

|