v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-05 19:04:40    
মো ইয়ান লিনের প্রথম অ্যালবাম

cri

 

    আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গীত ক্ষেত্রের নতুন গায়িকা মো ইয়ান লিনের প্রথম অ্যালবাম 'অবাধ্য কৌমার্য' নিয়ে ব্যাখ্যা করবো।

    চলতি বছর চীনের মূল-ভূভাগের তিনি এক'জন শ্রেষ্ঠ গায়িকা। তাঁর নাম 'মো ইয়ান লিন'। সুকন্ঠী গায়িকা ছাড়াও তাঁর সুর সৃষ্টির সামর্থ্যও খুবই ভাল। ১৯৯৬ সালে তিনি হু পেই প্রদেশের রাজধানী উ হানের একটি বারে গান গাইতেন। নিজ প্রতিভার গুণে তিনি দু'বছরের মধ্যেই উ হানের বিখ্যাত গায়িকা হয়েছেন। ২০০৩ সালে তাঁর লেখা গান 'সমুদ্র দেখা' চীনের গায়িকা চৌ স্যুনের প্রথম অ্যালবাম 'গরমকাল'-এ প্রকাশিত হয় এবং এই গান অ্যালবামের প্রধান গান হয়েছে। এই গান গেয়ে চৌ স্যুন সে বছর চীনে ভাষা সংগীত ক্ষেত্রের সকল মাধ্যমের শ্রেষ্ঠ হিসেবে সর্বোচ্চ পুরস্কার শ্রেষ্ঠ স্বর্ণপদক পেয়েছেন। এই পর্যন্ত, বিভিন্ন ওয়েব-সাইটে এই গান শোনার হার খুব বেশী। ২০০৫ সালে মো ইয়ান লিন দুটো টিভিনাটকের গীতিনাট্যের জন্য টাইটেল সঙ্গীত রচনা করেছেন। ফলে এই দুটো গানও সে বছরের সবচেয়ে জনপ্রিয় গান হয়েছে।

    মার্চ ২০০৬, তাঁর প্রথম অ্যালবাম 'অবাধ্য কৌমার্য' প্রকাশ করেন। এই অ্যালবামের প্রধান বৈশিষ্ট হচ্ছে আবেগময়তা। সুতরাং অ্যালবামের বহু গানই একটু বিষন্নতায় আচ্ছন্ন। কিন্তু অ্যালবামের বাকি গানগুলো খুব হাল্কা ও দ্রুতলয়ের। এখন আপনারা যে গান শুনচ্ছেন, তার নাম 'নিয়ে যাওয়া'। গানের অর্থ এমন 'তুমি আর আসবে না। আকাশের শূন্যতার মতোই একী জীবন। ভালবাসা শুধু অপেক্ষার জন্য। হয়তো কখোনো উত্তরও দেবে না। ম্মরণ শুধু এখন হুদয়ে আবদ্ধ।

    অ্যালবামের প্রত্যেকটি গানই হচ্ছে এক একটি গল্প এবং চিরায়ত মনের প্রকাশ। এর মধ্য 'অবাধ্য কৌমার্য' নামের গানটিতে মৃদু পরিহাসপূর্ণ ভাষা দিয়ে কোনো ভালবাসা না পাওয়ার গল্পটাই তুলে ধরা হয়েছে। মো ইয়ান লিন যুবক যুবতীদের উদ্দেশ্যে প্রেম-প্রেম খেলা ছেড়ে কল্পনার এক কৌমার্যময় জীবনকে উপভোগ করার কথা তার গানের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। আসলে তাঁর কাছে বিধিবদ্ধ জীব-জীবনের দুয়ার খোলা থাকাই কাম্য। আসুন, এখন আমরা এক সঙ্গে এই গান শুনবো।

    নতুন অ্যালবামে মো ইয়ান লিন সব গানেই ধরা বাঁধা কাজ করেন নি। তাঁর সঙ্গে সহযোগিতা করা লি চুন, চিয়াং চিয়ান মিন, লুই শাও ছুন প্রমুখ সবাই হচ্ছেন সঙ্গীত ক্ষেত্রের এক এক জন সুনিপুন সংগীতজ্ঞ। বিশেষ করে মো ইয়ান লিনকে বহু বছর ধরে সহযোগিতা করা লি বিনও অ্যালবামের অধিকাংশ গানের রচনায় ও সুর সৃষ্টিতে সহায়তা করেছেন।

    আপনারা এখন যে গান শুনচ্ছেন, তার নাম ' সাদা-কালো ছায়াছবি'। গানের অর্থ এমন 'সাদা দেয়ালে আলো প্রক্ষেপণ। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নীরব ছবি সঞ্চালিত হয়। সময় দ্রুত চলেছে তো চলছেই। একটু আরো একটু তাড়না যেন নিঃসঙ্গতাকে কমায়। যদিও সাদা -কালো ছায়াছবি, তবুও তা একটি নিজের স্বপ্ন। তবুও তা যেন জীবনের একটি সময়ের চলমান স্রোতো।

    মো ইয়ান লিন হচ্ছেন চলতি বছর চীনের মূল-ভূভাগের নতুন সৃষ্টিকারী একজন অনন্য-ব্যক্তিত্ব। অন্য নতুন গায়ক গায়িকার রচয়িতার চেয়ে তাঁর রচিত গান এবং কন্ঠের মাধুর্য খুব সহজেই শ্রোতাকে আবিষ্ট করে। তিনি শুধু জনপ্রিয় স্টাইলের গান করেন না, বরং নিজের ধারণা অনুযায়ী রচনা করেন বিভিন্ন কারুকার্যময় সংগীত। নতুন অ্যালবামের নাম 'অবাধ্য কৌমার্য' থেকে আমরা এ সম্পর্কে কিছুটা ধারনা করতে পারি।

    'বলিষ্ঠ' হচ্ছে মো ইয়ান লিনের নতুন অ্যালবামের শেষ গান। 'নিয়ে যাওয়া' এই গানের নিছক পুনরাবৃত্তি কিছুটা। দুটোই সুন্দর গান । শুধু ইলেকট্রোনিক্স সঙ্গীতের সুর মূর্ছনায়, 'বলিষ্ঠ' গানটি আরো সুন্দরতর হয়েছে। 'ছলনার প্রয়োজন কি? ক্ষোভেরই বা কি প্রয়োজন? ফল আরো খারাপ হতে পারে। কেন এতো অনিচ্ছুক তুমি ভালোবাসায়? অনুষ্ঠান শেষে বুঝতে পেরেছে ঠিক স্বপ্নের মতোই সবচ্ছি। যেমন ব্যাথা পাওয়ার পর সবাই, বলিষ্ঠ হতে শেখে। আচ্ছা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষে আমরা 'বলিষ্ঠ' এই গানটি এক সঙ্গে শুনবো।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের জন্য মো ইয়ান লিনের নতুন অ্যালবাম 'অবাধ্য কৌমার্য'র কয়েকটি গান শোনালাম এবং এর ব্যাখ্যা করলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ হল, শোনার জন্য ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার কথা হবে।