৫ সেপ্টেম্বর পেইচিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকাং ঘোষণা করেছেন , চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ৩০ অক্টোবর চীনের কুয়াংসি নাননিং শহরে চীন-আসিয়ান সংলাপ সম্পর্কের ১৫তম বার্ষিকীউপলক্ষে আয়োজিত শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ।
ছিনকাং জানিয়েছেন , যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী খ্রিষ্টোফার হিল ৫ সেপ্টেম্বর বিকেলে পেইচিং পৌঁছুলে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ তাউই তার সঙ্গে দেখা করবেন । দুপক্ষ কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ৬ পক্ষীয় বৈঠক ও চীন-মার্কিনসম্পর্ক সহ অভিন্ন স্বার্থজড়িত সমস্যা নিয়ে মত বিনিময় করবে ।
ছিনকাং ঘোষণা করেছেন , চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সমর নিয়ন্ত্রণ বিষয়ক বিভাগের প্রধান চাং ইয়েন ৭ সেপ্টেম্বর বার্লিনে অনুষ্ঠিতব্য ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত ৬টি দেশের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন । চীন মনে করে , সম্মেলনটি ইরানের পরমাণু সমস্যা সমাধানের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে ।
ছিন কাং আরও ঘোষণা করেছেন , চীনের প্রেসিডেন্ট হু চিনথাওয়ের আমন্ত্রণে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়োম ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন ।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের আমন্ত্রণে ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোতি ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চীনে আনুষ্ঠানিক সফর করবেন ।
|