চীনের পররাষ্টমন্ত্রী লি চাও শিং ৫ সেপ্টেম্বর পেইচিংয়ে চীন ও ব্রুনেই'র বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করেছেন।
সফররত ব্রুনেই'র পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী মোহামেদ্ বলখিয়াহের সঙ্গে এক বৈঠকের সময় লি চাও শিং বলেছেন, দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সুস্পষ্ট অগ্রগতি হয়েছে। চীন ব্রুনেই'র সঙ্গে সহযোগিতা ঘনিষ্ঠ করতে ইচ্ছুক। যাতে দু'দেশের সম্পর্ক অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।
মোহামেদ বলেছেন, ব্রুনেই একচীন নীতি অনুসরণ করতে থাকবে। তিনি আরো বলেছেন, দু'দেশের সম্পর্কের উন্নয়ন দু'দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করার পাশা পাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রেও অনুকূল হবে। আর্থ-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে দু'পক্ষ মত বিনিময় করেছে।
বৈঠকের পর, লি চাও শিং ও মোহামেদ পৃথক পৃথকভাবে দু'দেশের সরকারের পক্ষ থেকে পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকলিপি স্বাক্ষর করেছেন এবং এক সঙ্গে 'চীন-ব্রুনেই সম্পর্কের ঐতিহাসিক সমৃদ্ধ সংগ্রহের প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
|