নেটোর মহাসচিব জাপ দা হুপ শেফার ও ন্যাটোর ইউরোপীয় মিত্র বাহিনীর সর্বোচ্চ সেনাপতি জেমস জোনস প্রধান হিসেবে ন্যাটোর প্রতিনিধিদল ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আফগানিস্তানে পৌঁছে, আফগানিস্তানে ন্যাটোর সামরিক ও পুনর্গঠন কাজের পর্যালোচনা শুরু করেছে।
ন্যাটো নেতৃত্বে আন্তর্জাতিক নিরাপত্তা সাহায্য বাহিনীর মুখপাত্র বলেছেন, ন্যাটোর প্রতিনিধিদল আফগানিস্তানে ন্যাটোর শান্তি রক্ষী বাহিনীকে পর্যবেক্ষণ করবে এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ্ কার্জায়ি ও আফগানিস্তান নিযুক্ত জাতিসংঘের সঙ্গে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও পুনর্গঠন কাজ নিয়ে বৈঠক করবে।
|