ইন্দোনেশিয়ার 'জাকার্তা পোস্ট' পত্রিকার ৫ সেপ্টেম্বরের খবরে প্রকাশ, ইন্দোনেশিয়া সরকার ৩০ কোটি গৃহপালিতপশু-পাখীর জন্য বার্ড ফ্লু টিকা তৈরী করবে, যাতে মহামারী অব্যাহতভাবে ছড়িয়ে পড়া প্রতিরোধ করা যায়।
ইন্দোনেশিয়ার কৃষিমন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, টিকা তৈরীর কাজ আজ থেকে পর্যায় ক্রমে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে চলতি মাসে ৬ কোটি গৃহপালিত পশু-পাখীর জন্য টিকা তৈরী করা হবে। বাকী কাজ চলতি বছরের শেষ নাগাদের আগেই সম্পন্ন হবে।
পরিসংখ্যান থেকে আরো জানা গেছে, বর্তমানে সারা বিশ্বে বার্ড ফ্লুতে ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশী লোক মারা গেছে। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত মোট ৪৬জন বার্ড ফ্লুতে মারা গেছে। চলতি বছর ইন্দোনেশিয়ার ৩৩টি প্রদেশের মধ্যে ২৯টিতে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেয়।
|