v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-05 16:45:00    
চীন মানি লন্ডারিং প্রতিরোধ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে

cri
    চীনের কেন্দ্রীয় ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের একজন কর্মকর্তা ৫ সেপ্টেম্বর সি আর আইয়ের সাংবাদিকের সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন , চীন মানি লন্ডারিং প্রতিরোধ ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে এবং আগামী বছরের প্রথমার্ধে মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠন-- বিশেষ ব্যাংকিং কর্মগ্রুপে অংশ নেবে ।

    মানি লন্ডারিং বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের বিদ্যমান একটি কঠিন সমস্যা । চীনে মানি লন্ডারিং হচ্ছে মাদকসহ নানা ধরনের পণ্যের চোরাচালান ও সন্ত্রাসসহ নানা ধরনের অপরাধ থেকে পাওয়া অর্থ বিনিয়োগ ইত্যাদি উপায়ে অর্থের চরিত্র পরিবর্তন করে তাকে বৈধ অর্থে পরিণত করা । তাই মানি লন্ডারিংয়ের মাধ্যমে অপরাধীরা আরো বেশি আর্থিক সাহায্য পাবে ।

    চীনের গণ বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিশেষজ্ঞ,প্রফেসার চাও সি চুন বলেছেন , মুক্তদ্বার ও সংস্কার নীতি কার্যকর করার পর পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও আর্থিক যোগাযোগ ক্রমেই বাড়ছে । বিদেশে চীনা অপরাধীদের মানি লন্ডারিংও ক্রমেই বাড়ছে । কাজেই মানি লন্ডারিং প্রতিরোধ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও বেড়েছে । তিনি আরো বলেছেন , অপরাধীরা মানি লন্ডারিংয়ের জন্য বিদেশে গেলে শুধু চীনের মানি লন্ডারিং প্রতিরোধ সংস্থা তাদের মোকাবেলা করতে পারে না , এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় দরকার । এই ধরনের সহযোগিতার কল্যাণে আমরা অন্য দেশকেও সাহায্য করতে পারি । এই ধরনের সহযোগিতাগোটা পৃথিবীর সন্ত্রাসদমনের অনুকুল ।

    চীনের কেন্দ্রীয় ব্যাংক -- চীনের গণ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ ব্যুরোর উপপ্রধান ওয়াং ইয়েন চি বলেছেন , চীন সরকার সব ধরনের মানি লন্ডারিং তত্পরতার ঘোর বিরোধী এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা বাড়াতে আগ্রহী । চীন মানি লন্ডারিং প্রতিরোধ ক্ষেত্রে একীভুত মানদন্ড প্রণয়ন করতে , গোটা পৃথিবীতে মানি লন্ডারিং প্রতিরোধ অভিযান চালাতে এবং সন্ত্রাসবাদীদের অর্থযোগাড়ের বিরুদ্ধে আঘাত হানতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন করে ।

    তিনি আরো বলেছেন , গত বছর চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি ' জাতি সংঘের দুর্নীতি বিরোধী চুক্তি ' অনুমোদন করেছে । চীন সরকার নিষ্ঠার সঙ্গে এই আন্তর্জাতিক চুক্তির ধারাগুলো কার্যকরী করে দুর্নীতির অর্থ বিদেশে পাঠানো ও হস্তান্তর নিয়ন্ত্রণ করবে এবং আন্তর্জাতিক দায়িত্ব পালন করবে ।

    চীন সরকারের প্রচেষ্টায় গত বছর চীন ইতোমধ্যে বিশেষ ব্যাংকিং কর্মগ্রুপের পর্যবেক্ষক দেশ হয়েছে । চীন আশা করে এই আন্তর্জাতিক কর্মগ্রুপ যততাড়াতাড়ি সম্ভব চীনকে তার সদস্য দেশ হিসেবে গ্রহণ করবে । ওয়াং ইয়েন চি বলেছেন , বিশেষ ব্যাকিং কর্মগ্রুপ এই বলে রাজি হয়েছে যে চীনের ' মানি লন্ডারিং বিরোধী আইন গৃহিত হওয়ার পর এই আইন মূল্যায়নের জন্য কর্মগ্রুপ লোক পাঠাবে । মূল্যায়ণ থেকে চূড়ান্ত রির্পোট প্রকাশ করতে প্রায় ছয় মাস লাগে । তাই এই বছর মানি লন্ডারিং প্রতিরোধ আইন গৃহিত হলে আগামী বছরে চীন বিশেষ ব্যাকিং কর্মগ্রুপের সদস্য দেশ হওয়ার সম্ভাবনা বেশি ।

    তিনি আরো বলেছেন , এ ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্র , রাশিয়া , কাজাকস্তান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে ।