৪ সেপ্টেম্বর চীনের বাণিজ্যমন্ত্রী বো সিলাই পেইচিং সফররত বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পাস্কাল লামির কাছে আবার জোর দিয়ে বলেছেন, উন্নত সদস্য দেশের উচিত বাস্তব ত্যাগ স্বীকার করা এবং যথাশীঘ্র দোহা আলোচনা আবার শুরু হওয়ার জন্যে সুযোগ সৃষ্টি করা।
তিনি বলেছেন, চীন দোহা আলোচনা আবার শুরু করাকে সমর্থন করে এবং সেজন্যে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক। তিনি বলেছেন, আলোচনায় শুধু যে বিদেশী বাজারে প্রবেশাধাকারের বিষয়েই অগ্রগতি অর্জিত হবে তা নয়, উন্নয়ন শীল সদস্য দেশগুলোর উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের ওপর ও গুরুত্ব দেয়া হবে। এই বৈঠকে উন্নত সদস্য দেশগুলো ও উন্নয়ন শীল সদস্য দেশগুলোর সাম্যহীনতা দূরীকরণ এবং বিশ্ব বাণিজ্য অব্যাহত ও সার্থকভাবে উন্নয়ন ত্বরান্বিত করা যাবে।
লামি বো সিলাই'র অবস্থানের প্রশংসা করেছেন এবং আশা করেন চীন আলোচনা আবার শুরু করার জন্যে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
|