৪সেপ্টেম্বর ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোস্তাফা মোহামাদ নাজার বলেছেন, পাশ্চাত্য দেশগুলোর ইরানকে শাস্তি দেয়ার হুমকি হল আসলে স্নায় যুদ্ধ। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান কোনো সামরিক শাস্তিকে ভয় পায় না। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের ওপর আক্রমণ না করার হুশিয়ারী দিয়ে এ কথা বলেছেন।
৪ সেপ্টেম্বর মধ্য-প্রাচ্য সফররত জাতিসংঘ মহাসচিব কফি আনান দোহায় বলেছেন, ইরানের পরমাণু সমস্যা সমাধানের সর্বশ্রষ্ঠ উপায় হল আলোচনা। সংঘর্ষ ইরান ও এ অঞ্চলের পরিস্থিতির জন্য অনুকূলে হবে না। নিরাপত্তা পরিষদ সংঘর্ষ এড়ানোর জন্যে চেষ্টা করছে।
একই দিন জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্ক-ওয়াল্টার স্টেইনমেয়র বার্লিনে বলেছেন, ইরানের উচিত সহযোগিতা করা, নাহলে ইরানের পরমাণু সমস্যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে। তিনি বলেছেন, যদি ই ইউ'র কূটনীতি ও নিরাপত্তা বিষয়ক উচ্চ পযায়ের প্রতিনিধি সোলানা ও ইরানের পরমাণু আলোচনার প্রধান প্রতিনিধি আলি লারিজানির অনুষ্ঠিতব্য বৈঠকে অগ্রগতি অর্জিত না হয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের প্রতি আরো বেশি চাপ প্রয়োগ করবে।
একই দিন ইসলামী সম্মেলন সংস্থা এক বিবৃতিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি সংযম বাজায় রাখা এবং শান্তিপূর্ণ মোনোভাব নিয়ে ইরানের পরমাণু সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছে।
|