
চীন ও রাশিয়ার প্রধান প্রধানসংবাদমাধ্যমের অংশ নেয়া " চীন ও রাশিয়ার মৈত্রীর ভ্রমণ" নামক কর্মসূচী ৪২ দিন চলার পর ৪ সেপ্টেম্বর মস্কোতে শেষ হয়েছে । এ উপলক্ষে এই দিন সকালে মস্কোর রেড স্ক্যায়ারে এক আড়ম্বরপূর্ণ উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
মস্কোর ভাইস মেয়র ভালেরি ভিনোগ্রাডোফ মেয়র ইউরি লুচিকোফের পক্ষ থেকে ভাষণ দিয়েছেন এবং কর্মসূচীরআয়োজক চীন আন্তর্জাতিক বেতারের মহা পরিচালক ওয়াং কেননিয়েনকে রেড স্ক্যায়ারে আগমনের সার্টিফিকেট দান করেছেন ।
রাশিয়াস্থ চীনের রাষ্ট্রদূত লিউ গুছিয়াং তার ভাষণে বলেছেন , এই কর্মসূচী এক নজির বিহীন কর্মসূচী , দুদেশের তথ্য বিনিময় ইতিহাসে এটাই প্রথম। এটা দুদেশের সংবাদমাধ্যম সহযোগিতা জোরদারে বিরাট ভূমিকা পালন করবে ।

সি আর আইয়ের মহা পরিচালক ওয়াং কেননিয়েন বলেছেন , " চীন আর রাশিয়ার মৈত্রীর ভ্রমণ" নামক কর্মসূচী দুদেশের জনগণের বন্ধুত্ব জোরদার ও সমঝোতা বাড়ানোর ভূমিকা পালন করেছে ।
উল্লেখ্য , " চীন ও রাশিয়ার মৈত্রীর ভ্রমণ" নামক কর্মসূচী " চীন ও রাশিয়ার রাষ্ট্রীয় বর্ষ" শিরোনামে ধারাবাহিক কর্মসূচীর অন্যতম ।
|