চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং ৪ সেপ্টেম্বর সকালে পেইচিংয়ে লুকসেমবার্গের গ্র্যাণ্ড ডিউক ডুক হেনরিসহ পররাষ্ট্রমন্ত্রী জীন আসেলবোনের সঙ্গে বৈঠক করেছেন।
দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক বিকাশের প্রবণতা ও বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের ফলপ্রসূ সহযোগিতার উচ্চ প্রশংসা করেছে। এবং ইরানের পরমাণু সমস্যা, মধ্য-প্রাচ্য পরিস্থিতি ও অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছে।
|