চীনের সরাসরি বৈদেশিক অর্থবিনিয়োগ সম্পর্কে ৪ সেপ্টেম্বর চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রকাশিত এক পরিসংখ্যানে জানা গেছে , সব ব্যয় বাদে গত বছর চীনের সরাসরি বৈদেশিক অর্থবিনিয়োগের মোট মূল্য ১২.২৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে । ২০০৪ সালের তুলনায় এটা ১২৩ শতাংশ বেশি ।
পরিসংখ্যানে জানা গেছে , গত বছরের শেষ নাগাদ চীনের বৈদেশিক অর্থবিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্বের ১৬৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে আছে । এশিয়া ও লাতিন আমেরিকায় মোট অর্থবিনিয়োগের ৯০ শতাংশ হল চীনের অর্থবিনিয়োগ।
বস্ত্রশিল্প, পোশাক , জুতা ও টুপি তৈরী শিল্প, টেলিযোগাযোগ ব্যবস্থা , কম্পিউটার এবং অন্য বৈদ্যুতিক ব্যবস্থা তৈরী শিল্পে চীনের বৈদেশিক অর্থবিনিয়োগছড়িয়ে রয়েছে ।
|