৪ সেপ্টেম্বর চীনের রাষ্ট্রীয় পরিবেশ প্রশাসনের প্রকাশিত একটি বার্ষিক রিপোর্টে প্রকাশ , সারা চীনের শহরের পরিবেশ সমস্যা এখনো বেশ প্রকট রয়েছে ।
বার্ষিক রিপোর্টে বলা হয়েছে , শহরের অর্থনীতির টেকসই ও দ্রুত উন্নতির কারণে চীনের পরিবেশ রক্ষায় অর্থবিনিয়োগ বাড়ানো হয়েছে । শহরের শিল্প কাঠামো ও শক্তিসম্পদ কাঠামো আরও উন্নত করা হয়েছে । শহরের দূষণ প্রতিরোধমূলক শক্তি আরও জোরদার করা হয়েছে। যার ফলে সারা দেশের পানি পরিবেশের গুণগতমান ও শব্দ পরিবেশের গুণগতমান কিছুটা উন্নত হয়েছে , কিছু শহরের আবহাওয়ার পরিবেশের গুণগতমান ভিন্ন মাত্রায় উন্নত হয়েছে ।
রিপোর্টে জানা গেছে , সারা দেশের শহরের আবহাওয়ার দূষণ সমস্যা এবং পরিবেশের বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ সমস্যা এখনো প্রকট ।
|