চীনের জাতীয় সমুদ্র ব্যুরোর মেরু পর্যবেক্ষণ কার্যালয়ের পরিচালক ছু থান চৌ ৪ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন , আগামী বছর থেকে চীন দক্ষিণ মেরু র স্থলদেশের বরফের ঢাকনায় তার তৃতীয় পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করবে ।
জানা গেছে , দক্ষিণ মেরু র স্থলদেশের বরফের ঢাকনার সর্বোচ্চ বিন্দুর কাছাকাছি এই নতুন পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে । এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজারেরও বেশি মিটার হবে । সেই এলাকার আবহাওয়া অত্যন্ত অসহনীয় এবং তা অনতিক্রম্য মেরু বলে পরিচিত । ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত চীন সেই এলাকায় প্রাথমিক পর্যায়ে ঋতুভিত্তিক বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কাজের চাহিদা মেটানো সংক্রান্ত পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করবে এবং কিছু বৈজ্ঞানিক পর্যবেক্ষণের কাজ চালাবে । চীনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আগামী ৫ বছরের মধ্যে স্থায়ী বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা ।
ছু থান চৌ বলেছেন , এবার বরফের ঢাকনার সর্বোচ্চ বিন্দুর কাছাকাছি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের যে উদ্যোগ নেয়া হচ্ছে , তাতে প্রতীয়মান হয় যে , দক্ষিণ মেরুতে চীনের পর্যবেক্ষণ দক্ষিণ মেরুর স্থলদেশের প্রান্ত থেকে তার একেবারে ভেতরে প্রসারিত হয়েছে এবং দক্ষিণ মেরুতে চীনের পর্যবেক্ষণ এক নতুন স্তরে প্রবেশ করেছে ।
|