৬ সেপ্টেম্বর থেকে সাংহাই-এ ভারতীয় চলচ্চিত্র দিবস-২০০৬ শুরু হবে।
জানা গেছে, সাংহাইয়ের দর্শকরা ভারতের ১০টি ছায়াছবি দেখতে পারবে। এর মধ্যে 'রোজা' নামে ছায়াছবিটি সন্ত্রাসবাদ সমস্যার ওপর নির্মিত। 'চোখের বালি' রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তৈরী হয়েছে। 'ছোট দ্বীপ দুয়ীপা' ২০০২
সালে ভারতের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে।
চলচ্চিত্র দিবসে প্রতিদিন দু'টি করে ছবি প্রদর্শিত হবে।
|