মিসরের সাংবাদ মাধ্যমের ৩ সেপ্টেম্বরের খবরে প্রকাশ, মিসরের বাণিজ্য মন্ত্রী রাশীদ্ মোহাম্মদ রাশীদ্ সাংবাদদাতাকে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, মিসর চীনের বাণিজ্যিক কৌশলের অপরিহার্য অংশ হবে এবং চীনের সঙ্গে এক ধরণের 'বিশেষ সম্পর্ক' স্থাপন করার চেষ্টা করবে।
৪ সেপ্টেম্বর থেকে তার নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধিদল চীনে ছ'দিনব্যাপী সফর করবে। তিনি বলেছেন, বর্তমানে মিসর চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার চেষ্টা করছে।
ইইউ হচ্ছে মিসরের প্রধান বাণিজ্যিক বন্ধু। তারপর মধ্য-প্রাচ্য অঞ্চল ও মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে মিসর-চীন দ্বিপাক্ষিক বাণিজ্যের দ্রুত উন্নয়ন করছে। বাণিজ্যের পরিমান ২০০২ সালের এক বিলিয়ন মার্কিন ডলারের কম ছিল যা ২০০৫ সালে প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
|