v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-04 15:08:01    
২৮ আগষ্ট--৪ সেপ্টেম্বর, ২০০৬

cri
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র: চীন দোহা রাউণ্ড আলোচনা যত তাড়াতাড়িসম্ভব আবার শুরু করার জন্যে অবদান রাখতে ইচ্ছুক

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ছোংছুয়েন ৩০ আগষ্ট পেইচিংয়ে বলেছেন, চীন বিশ্ব বাণিজ্য সংস্থার যাবতীয় সদস্যদের সঙ্গে দোহা রাউণ্ড আলোচনা যত তাড়াতাড়িসম্ভব আবার শুরু করা এবং অবশেষে সম্পন্ন করার জন্যে অবদান রাখার চেষ্টা চালাবে।

একইদিন অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ছোংছুয়েন জোর দিয়ে বলেছেন, দোহা রাউণ্ড আলোচনায় বাধা দেয়া কোন পক্ষের স্বার্থের সঙ্গে অ-সঙ্গতিপূর্ণ। আলোচনা আবার শুরু না হলে বিশ্ব বাণিজ্য উন্নয়নে স্থিতিশীলতা ও ভবিষ্যদ্বাণীর অভাব হবে। তাই চীন যত তাড়াতাড়িসম্ভব দোহা রাউণ্ড আলোচনা আবার শুরু করার প্রস্তাব দিচ্ছে। কিন্তু উন্নত সদস্য দেশগুলোর প্রথমে বাস্তব অবদান রাখা উচিত।

চিয়া ছিন লিনঃ চীন তিব্বত ও তাইওয়ান সমস্যায় নেপালের অবস্থানের প্রশংসা করে

৩০ আগষ্ট চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান চিয়া ছিন লিন পেইচিংয়ে বলেছেন , নেপাল দীর্ঘকাল ধরে তিব্বত ও তাইওয়ান ইত্যাদি বিষয়ে যে দৃঢভাবে চীনকে সমর্থন করে আসছে এবং বিদেশী শক্তিকে নেপালের ভূখন্ডে চীন- বিরোধী তত্পরতা চালাতে দিচ্ছে না , এ জন্য চীন ধন্যবাদ জানায় । সফররত নেপালের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কে পি শার্মা ওলির সঙ্গে একটি সাক্ষাত্কালে চিয়া ছিন লিন এ কথা বলেছেন । তিনি জোর দিয়ে বলেছেন , চীন নেপালের সঙ্গে সুপ্রতিবেশীসূলভ সম্পর্ক প্রসারকে গুরুত্ব দেয় এবং তিব্বত স্বায়ত শাসিত অঞ্চল ও নেপালের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতাকে উত্সাহ ও সমর্থন । দুদেশের সুপ্রতিবেশী মৈত্রী সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার জন্য চীন নেপালের সঙ্গে মিলিতভাবে চেষ্টা চালাবে।

ওলি বলেছেন , দীর্ঘকাল ধরে নেপালের প্রতি চীন সরকার ও জনগণ যে রাজনৈতিক সমর্থন ও অর্থনৈতিক সাহায্য দিয়েছেন , তার জন্য নেপাল সরকার ও জনগণ কৃতজ্ঞ । নেপাল এক চীন নীতিতে অটল থাকবে এবং নেপালের ভূখন্ডে চীন -বিরোধী তত্পরতা চালাতে দেবে না ।

পেইচিং অলিম্পিক গেমস এবং প্রতিবন্ধী গেসমের স্বেচ্ছাসেবকদের সংগ্রহ কাজ শুরু হয়েছে

২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস এবং প্রতিবন্ধী গেমসের স্বেচ্ছাসেবকসংগ্রহ কাজ ২৮ আগস্ট পেইচিংএ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পেইচিং অলিম্পিক সংগঠন কমিটির চেয়ারম্যান লিও ছি , আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকালরোগে আলাদাআলাদাভাবে টেলিভিশনের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তাঁর ভাষণে লিও ছি বলেছেন, স্বেচ্ছাসেবক সংগ্রহের কাজ একটি গুরুত্বপূর্ণ কাজ। আন্তজার্তিক ও পেইচিং অলিম্পিক কমিটির পরিকল্পনা অনুসারে এই কাজ চলচ্ছে। ব্যাপক জনসাধারণ এবং দেশী বিদেশী বন্ধুরা যাতে সশরীরে অলিম্পিক গেসমে অংশ নিতে পারে সে জন্যে এই সংগ্রহ কাজের মাধ্যম একটি প্ল্যাটফোম তৈরী করা হয়েছে। চেয়ারম্যান রোগে তাঁর ভাষণে বলেছেন, অলিম্পিক গেমসে স্বেচ্ছাসেবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেইচিং অলিম্পিক কমিটির কার্যনির্বাহী ভাইস চেয়ারম্যান ও পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকদের কাজকর্ম সমন্বয় গ্রুপের উপ পরিচালক লি পিন হুয়া ব্যাখ্যা করে বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসে স্বেচ্ছাসেবক দরকার সাত হাজারের মতো ।

চীনে বার্ড-ফ্লু টীকা প্রাথমিক পর্যায়ের পরীক্ষা সফল হয়েছে

চীনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র-সহ কয়েকটি গবেষণা কেন্দ্রের বার্ড-ফ্লু টিকা ব্যবহারের প্রাথমিক পরীক্ষার ফলাফল ২৮ আগস্ট প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী এই টিকা মানুষের শরীরের জন্য কার্যকর এবং নিরাপদ।

বার্ড-ফ্লু টিকা ২০০৫ সালের ২২ নভেম্বর প্রথম পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়। এই টিকা ১২০ জন লোকের শরীরে ব্যবহৃত হয়েছে। কোনো নেতিবাচক প্রভাব দেখা দেয় নি।

ভারত ও চীনের সীমান্তে ভারতের পাশের পথ মেরামত করতে ভারতের সিদ্ধান্ত

৩১ আগষ্ট ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা থেকে জানা গেছে, ভারতের মন্ত্রীসভার নিরাপত্তা কমিটি ৩০ আগষ্ট রাস্তার মেরামত ও নির্মাণ সম্পর্কিত পরিকল্পনা অনুমোদন করেছে। ভারত আগামী চার বছরের মধ্যে চীনের সঙ্গে সীমান্তে ভারতের পাশের রাস্তা মেরামত করার প্রস্তাব দিয়েছে।

খবরে প্রকাশ, এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ২০ কোটি মার্কিন ডলার ব্যয় করবে। রাস্তার দৈর্য্য মোট আটশ ৬২ কিলোমিটার। পরিকল্পনা অনুসারে চলতি বছরের ডিসেম্বর মাসের আগে প্রকল্প শুরু হবে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ভারতের পরিবেশ ও বন বিষয়ক মন্ত্রণালয়ের কাছে এই রাস্তার মেরামত ও নির্মাণ পরিকল্পনা প্রদান করেছে। নতুন পথের ৬০ শতাংশ বন অঞ্চলে বিস্তৃত।

ভারতের পররাষ্ট্রসচিব: ভারত ও চীনের সম্পর্কের উন্নয়ন সুষ্ঠু

২৯ আগষ্ট ভারতের দি হিন্দু পত্রিকার সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্রসচিব শ্যাম সরন ২৮ আগষ্ট নয়াদিল্লীতে জোর দিয়ে বলেছেন, ভারত ও চীনের আর্থ-বাণিজ্য সম্পর্কের দ্রুত উন্নতি ঘটছে।

সরন একইদিন সংবাদদাতাদের জন্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংতে এ কথা বলেছেন। তিনি বলেছেন, চীন ও ভারতের বাণিজ্যিক লেনদেন ১৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। দু'দেশের আর্থ-বাণিজ্যিক উন্নয়ন প্রবণতা অব্যাহত থাকলে চীনের ২০১০ সালের আগে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদারে পরিণত হবার সম্ভাবনা আছে।

দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপূর্ব এশিয়ার সাতটি দেশ আঞ্চলিক পর্যটনের সহযোগিতা উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে

২৯ আগস্ট দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপূর্ব এশিয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে, তারা আঞ্চলিক পর্যটন তথ্য কেন্দ্র এবং পর্যটনের পেশাগত তহবিল গড়ে তুলবে। যাতে দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয় অঞ্চলের পর্যটনের উন্নয়ন অভিন্নভাবে ত্বরান্বিত করা যায়।

তিন দিনব্যাপী দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপূর্ব এশিয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার পর্যটন মন্ত্রীদের কর্ম সম্মেলন একইদিনে শেষ হয়েছে। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মন্ত্রীবর্গ অর্থনৈতিক পর্যটন, প্রাকৃতিক পর্যটন, তথ্য আহরণমূলক ভ্রমণ , পর্যটনের পণ্যদ্রব্যের উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা করা; পর্যটনের কার্যক্রম সংগঠন করা এবং পর্যটনের সুব্যবস্থা নেয়া ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক সুযোগ সুবিধা বিনিময়ে রাজি হয়েছেন।

সম্মেলনে নেপাল বেসরকারী পর্যটনের শিল্পপতি ফোরাম , পর্যটনের সংবাদদাতা ও সংবাদ মাধ্যম ফোরাম গড়ে তোলার দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে বিভিন্ন সদস্য দেশের মধ্যে পর্যটন তথ্যের আদানপ্রদান ও সহযোগিতা ত্বরান্বিত করা যায়।

পাকিস্তান আর মার্কিন নৌ বাহিনীর যৌথ সামরিক মহড়া হবে

পাকিস্তানের নৌ বাহিনী ১ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান আর মার্কিন নৌ বাহিনী ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর আরব সাগরে তিন দিনব্যাপী সামরিক মহড়ার আয়োজন করবে।

বিবৃতিতে বলা হয়েছে, এবারকার মহড়ার নাম "ঐক্যবদ্ধ উদ্দীপনা ২০০৬" । এবারের মহড়ার উদ্দেশ্য হচ্ছে সামুদ্রিক প্রতিরোধ, সন্ত্রাস-দমন এবং অন্যান্য ক্ষেত্রের সামরিক দক্ষতা বাড়ানো।

দু'দেশের নৌ বাহিনীর কত জন সৈন্য মহড়ায় অংশ নেবে, তা বিবৃতিতে উল্লেখ করা হয় নি। তবে মহড়ায় অংশগ্রহণ করা দু'পক্ষের জাহাজগুলোর নাম প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের নৌ বাহিনী ২টি ডেস্ট্রয়ার, একটি ডিপো জাহাজ এবং একটি ডুবো জাহাজ পাঠাবে। মার্কিন নৌ বাহিনী "শিল্পপ্রতিষ্ঠান" নামে বিমানবাহী জাহাজ, একটি ফ্রিগেট, একটি ডেস্ট্রয়ার এবং একটি ডুবো জাহাজ পাঠাবে।

অষ্টম বিশ্ব ধর্ম ও শান্তি সম্মেলনে 'কিউটো ঘোষণা' গৃহিত হয়েছে

অষ্টম বিশ্ব ধর্ম ও শান্তি সম্মেলন চার দিন চলার পর জাপানের কিউটোতে শেষ হয়েছে । সম্মেলনে গৃহিত 'কিউটো ঘোষণায়' বিশ্বের বিভিন্ন ধর্মীয় সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দকে আঞ্চলিক সংঘর্ষ নিরসন করা , দারিদ্র্য দূরীকরণ এবং বিশ্ব শান্তি সুরক্ষায় ইতিবাচক ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়েছে ।

ঘোষণায় বলা হয়েছে , বিশ্বের বিভিন্ন ধর্মীয় সংগঠনের উচিত পরস্পরের সহযোগিতা করা এবং ধ্বংসাত্মক কার্যকলাপ নিবারণ ও প্রতিরোধের ব্যাপারে আরো বড় ভূমিকা পালন করা । বিভিন্ন ধর্মীয় সংগঠনের উচিত দারিদ্র্য বিমোচন আর টেকসই উন্নয়ন বাস্তবায়নে আত্মনিয়োগ করা ।

ইসরাইল এক সপ্তাহের মধ্যে লেবাননের ওপর থেকে অবরোধ তুলে নেবে

২ সেপ্টেম্বর লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী ইলিয়াস মুর বোইরুতে তথ্য মাধ্যমকে বলেছেন যে , জাতিসংঘের বিশেষ দূত সোরেন জেসেন পিটারসন লেবাননকে প্রতিশ্রুতি দিয়েছেন , আগামী সপ্তাহের মধ্যে লেবাননের ওপর থেকে সমুদ্র ও আকাশ পথের অবরোধ তুলে নেয়া হবে ।

মুর বলেছেন , তিনি পিটারসনের সঙ্গে বৈঠক করার সময় এই প্রতিশ্রুতিই পেয়েছেন । ৩ সেপ্টেম্বর ইরসাইল সরকার অবরোধ তুলে নেয়ার বিষয় নিয়ে সম্মেলন আয়োজন করবে এবং সিদ্ধান্ত নেবে । তা ছাড়াও , আগামী দু'তিন সপ্তাহের মধ্যে ইসরাইলী বাহিনী লেবানন থেকে প্রত্যাহার করার প্রতিশ্রুতিও তিনি পেয়েছেন ।

আনান ও ইরানের পরমাণু আলোচনা প্রতিনিধির বৈঠক গঠনমূলক

ইরান সফররত জাতিসংঘ মহাসচিব কফি আনান ২ সেপ্টেম্বর সন্ধ্যায় ইরানের পরমাণু আলোচনার প্রধান প্রতিনিধি আলী লারিজানীর সঙ্গে এক বৈঠক করেছেন । বৈঠক শেষে আনান বলেছেন , দু'পক্ষের বৈঠক গঠনমূলক , ভবিষ্যতে তা কাজের জন্য সহায়ক হবে ।

লারিজানী বলেন , বৈঠকে দু'পক্ষ মনে করে যে , আলোচনা করাই হল ইরানের পরমাণু সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায় । তিনি মনে করেন ইরানের পরমাণু সমস্যার সমাধানে আনানের অভিমত ইতিবাচক । ইরান আনানের অভিমতকে সমর্থন করে ।

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ একইদিন আবার ঘোষণা করেছেন যে , ইরান শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি উন্নয়নের বৈধ অধিকার ছেড়ে দেবে না ।