২৭ আগষ্ট ২০০৬ সাল বিশ্ব নৌকা বাইচ চ্যাম্পিয়নশীপ সমাপ্ত হয়েছে, চীনা দল তিনটি স্বর্ণপদক ও একটি রৌপ্যপদক অর্জন করেছে। অস্ট্রেলিয়া ও ব্রিটেনের দল চারটি স্বর্ণপদক অর্জন করে স্বর্ণপদক তালিকায় প্রথম স্থানে রেয়েছে।
২৮ আগষ্ট ২০তম পিংইয়াং আন্তর্জাতিক টেইবল টেনিস প্রতিযোগিতায় সমাপ্ত হয়েছে। চীনের দ্বিতীয় পযায়ের খেলোয়াড় সংগঠনিক চীনা দল মোট চারটি স্বর্ণপদক অর্জন করেছে।
চীনা দল, চীনের চিলিন প্রদেশের দণ, ভারতের দল, মালয়েশিয়ার দল, মঙ্গোলিয়, উত্তর কোরিয়ার প্রথম ও দ্বিতীয় দল এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
২৭ আগষ্ট ব্রাজিলের রিও ডে জানেইরোয় অনুষ্ঠিত বিশ্ব যুবক সাঁতার চ্যাম্পিয়নশীপ সমাপ্ত হয়েছে। চীনা খেলোয়াররা তিনটি স্বর্ণপদক, দুইটি রৌপ্যপদক ও চারটি ব্রোঞ্জপদক অর্জন করেছেন।
৬১টি দেশের ৫শোরও বেশি খেলোয়াড় এবারের চ্যাম্পিয়নশীপে অংশ নিয়েছেন।
২৭ আগষ্ট চীনা খেলোয়াড় চেং চিয়ে আর ইয়ানচি মার্কিন খেলোয়াড় লিসা রাইমন্ড আর অস্ট্রেলিয়ার খেলোয়ার স্যাম্যান্থা স্টোসুরকে পরাজিত করেছেন, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেন টেনিস ওপেনের নারীদের দ্বৈত দফার চ্যাম্পিয়ন অর্জন কেরেছেন।
|