(ফেং শুইয়ং) ২০ আগষ্ট রাতে ছয়দিনব্যাপী একাদশ বিশ্ব যুবক ট্র্যাক ও ফিল্ড চ্যাম্পিয়নশীপ পেইচিংয়ে সমাপ্ত হয়েছে। এবারের চ্যাম্পিয়নশীপে চীনা দল ৫টি স্বর্ণপদক, ৫টি রৌপ্যপদক ও ৭টি ব্রোঞ্জপদক নিয়ে স্বর্ণপদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, মোট পয়েন্টে প্রথম স্থানে রয়েছে। যদিও ভাল সাফল্য অর্জন করে, তবুও চীনের ট্র্যাক ও ফিল্ড মহলের ব্যক্তিরা গর্বিত হয় নি। তাঁদের উচিত ২০০৮ সাল অলিম্পিক গেমসে ব্যাপক অগ্রগতি অর্জন করা।
১৫ থেকে ২০ আগষ্ট পযন্ত একাদশ বিশ্ব যুবক ট্র্যাক ও ফিল্ড চ্যাম্পিয়নশীপ পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। দু'বছর এক বারের বিশ্ব যুবক ট্র্যাক ও ফিল্ড চ্যাম্পিয়নশীপ ১৯৮৬ সাল থেকে অনুষ্ঠিত হয়। এটা ভবিষ্যত্ বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিক গেমসের চ্যাম্পিয়নের জন্মস্থল আখ্যায়িত। চীনের অলিম্পিক গেমসের চ্যাম্পিয়ন ওয়াং জুনসিয়া ও লিউ সিয়াংসহ খেলোয়াড় এ চ্যাম্পিয়নশীপে উত্কৃশ্ট সাফল্য অর্জন করেন।
১৮০টি দেশ ও অঞ্চলের ১৪৫১জনেরও বেশী খেলোয়াড় এবারের চ্যাম্পিয়নশীপে অংশ নিয়েছেন, অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা ইতিহাসের সৃষ্টি করা হয়েছে। চীনা খেলোয়াড় হুয়াং হাইছিয়াং পুরুষদের হাই জাম্পে স্বর্ণপদক অর্জন করেছেন, বো সিয়াংতং ও লিউ হং পরুষদের ও নারীদের ১০হাজার রেইস ওয়াল্কিংয়ে স্বর্ণপদক অর্জন করেছেন। আন্তর্জাতিক ট্র্যাক ও ফিল্ড মহল চীনা খেলোয়াড়দের ওপর গুরুত্ব দেয়। কিন্তু চীনের জাতীয় ট্র্যাক ও ফিল্ড দলের প্রধান কোচ, জাতীয় ক্রীড়া ব্যুরোর ট্র্যাক ও ফিল্ড কেন্দ্রের পরিচালক ফেং শুইয়ং বলেছেন, চীনা ট্র্যাক ও ফিল্ড খেলোয়াড় খুবই ছোটবেলা থেকে অনুশীলন শুরু করেন, সেজন্যে এ সুবিধা অস্থায়ী।
'এবারের চ্যাম্পিয়নশীপে চীনা যুবক খেলোয়াড়দের সাফল্য অসন্তোষজনক। এক, আমরা পদকের তালিকায় প্রথম হয়েছি। এটা মানে আমাদের উত্কৃষ্ট যুবক খেলোয়াড় আছে। সবসময় আমরা বিশ্ব যুবক চ্যাম্পিয়নশীপের সাফল্য বিশ্ব চ্যাম্পিয়নশীপের চেয়ে ভাল, কারণ আমাদের খেলোয়াড়রা খুবই ছোটবেলা থেকে পেশাগত অনুশীলন শুরু করেন, কিন্তু বিদেশে যুবক খেলোয়াড়রা খুবই ছোটবেলা থেকে পেশাগত অনুশীলন করেন না।'
দুই বছরের পর পেইচিং অলিম্পিক গেমস উদ্বোধন হবে। এবারের বিশ্ব যুবক ট্র্যাক ও ফিল্ড চ্যাম্পিয়নশীটে কয়েকজন চীনা চ্যাম্পিয়ন তখন আরো পদক অর্জন করতে পারবেন? ফেং শুইয়ং মনে করেন, হয়ত তাঁরা সবাই ভাল সাফল্য অর্জন করবেন না। পেইচিং অলিম্পিক গেমসে শুধু কয়েক বিশ্ববিখ্যাত খেলোয়াড় ভাল সাফল্য অর্জন করতে পারবেন। যেমন লিউ সিয়াংসহ তারা আগের অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশীপে স্বর্ণপদক অর্জন করেন। তিনি বলেছেন, 'আমার মনে করি, হয়ত কয়েক বিশ্ববিখ্যাত্ খেলোয়াড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমরা প্রধানত কিছু গুরুত্বপূর্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ খেলোয়াড় নির্ভর করে পরের দুই বছরে অব্যাহতভাবে নিজেন সামর্থ্য উন্নয়ন করবো। এসব যুবক খেলোয়াড়ের উচিত আরো বেশি চেষ্টা করা।'
যুক্তরাষ্ট্র শুধু যে ট্র্যাক ও ফিল্ডে শক্তিশালী তা নয়, বিভিন্ন দফায় ফলপ্রসূ হয়। এবারের চ্যাম্পিয়নশীপে মার্কিন দলের ফল বেশি ভাল না। ফেং শুইয়ং মার্কিন দল এবারের চ্যাম্পিয়নশীপে ভাল ফল না করার কারণ নিয়ে বলেছেন, 'আমার মার্কিন বন্ধুরা বলেছেন, এক, মার্কিন যুবক খেলোয়াড়রা গত মার্চ মাস থেকেও বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। এখন তাঁরা খুবই ক্লান্ত ছিলেন। দুই, তাঁরা এ ধরণের বিশ্ব যুবক চ্যাম্পিয়নশীপের ওপর বেশি গুরুত্ব দেন নি। যদিও তাঁরা এ পযায়ে ভাল সাফল্য অর্জন করেন নি, তবুও তাঁরার শক্তি-সামর্থ্য উপেক্ষা করা হবে না। তাঁরা ভালভাবে অনুশীলন করলে, তাঁদের প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে বহু খেলোয়াড়দের প্রচুর উন্নত হবে।
চ্যাম্পিয়নশীপের সর্বশেষ দিনে মার্কিন দল তার শক্তিশালী সামর্থ্য প্রকাশিত হয়। মার্কিন খেলোয়াড়রা খুবই সুস্বাস্থ্যবান, সেজন্যে বর্তমানে চীনা খেলোয়াড়দের স্বাস্থ্যের উন্নয়ন হচ্ছে চীনের ট্র্যাক ও ফিল্ড মহলের গবেষণার প্রধান সমস্যা। ফেং শুইয়ং বলেছেন, ২০০৮ সালের আগে চীনা খেলোয়াড়দের উচিত অনুশীলনের গুনমান উন্নয়ন করা এবং অভিজ্ঞতা সমৃদ্ধ করা। তিনি বলেছেন, এবারের চ্যাম্পিয়নশীপে ৫০% চীনা খেলোয়াড় নিজের সর্বশ্রেষ্ঠ মান পালন করেছেন। এ সঙ্গে সঙ্গে নিজের সর্বশ্রেষ্ট সাফল্য সৃষ্টি করেছেন। সাধারনত আমাদের খেলোয়াড়রা অলিম্পিক গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশীপে এত ভাল সাফল্য অর্জন করতে পারেন না। কিন্তু বিশ্ব যুবক ট্র্যাক ও ফিল্ড চ্যাম্পিয়নশীপের মান ২০০৮ সাল পেইচিং অলিম্পিক গেমসের চেয়ে অনেক কম। আমাদের খেলোয়াড়দের সামর্থ্য উচ্চ না, তাঁদের উচিত নিজের মান আরো বেশি উন্নয়ন চেষ্টা করা। আমি মনে করি স্থিতিশীলভাবে সামর্থ্য পালন করাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছু ব্যবস্থা নিয়ে যুবক খেলোয়াড়দেরকে আরো পেশাগত প্রশিক্ষণ দেবো। আমরা তাঁদেরকে আর বোশি উচ্চ পযায়ের খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ সৃষ্টি করবো। সমৃদ্ধি আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতা তাঁরা অলিম্পিক গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশীপে সাফল্য অর্জন করার অনুকূল।
|