ইরানের তথ্য মাধ্যম ৩ সেপ্টেম্বর জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোস্তফা মোহাম্মদ নাজার সম্প্রতি বলেছেন, বর্তমানে ইরান বিশ্বের ৫৭টি দেশে সামরিক সাজসরঞ্জাম রপ্তানী করে।
নাজার বলেন, অস্ত্রসহ এসব সামরিক সাজসরঞ্জামের গুণগত মান অতি উন্নত এবং তা সারা বিশ্বের বহু ক্রেতাকে আকর্ষণ করেছে। তবে তিনি রপ্তানীকৃত সাজসরঞ্জামগুলো এবং আমদানীকারী দেশগুলোর নির্দিষ্ট অবস্থা ব্যাখ্যা করেন নি।
নাজার উল্লেখ করেছেন, ইরান সামরিক সাজসরঞ্জাম উত্পাদন ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র আর তার অন্যান্য মিত্র দেশগুলো ইরানের বিরুদ্ধে শাস্তি আরোপ করেছে। তিনি বলেছেন, এ শাস্তি ইরানের উপর নেতিবাচক প্রভাব ফেলে নি, বরং ইরানের প্রতিরক্ষা শিল্প বিরাট অগ্রগতি অর্জন করেছে।
নাজার জোর দিয়ে বলেছেন, ইরান কোন দেশকে আক্রমণ করতে চায় না, কিন্তু অন্য দেশের যে কোন ধরনের আগ্রাসন হলে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে।
|