ইউরোপীয় মহাকাশ ব্যুরো ৩ সেপ্টেম্বর ঘোষণা করেছে, ৩ সেপ্টেম্বর গ্রিনিজ মান সময় সকাল ৫টা ৪২ মিনিট ২২ সেকেন্ডে "স্মার্ট-এক" নামক ইউরোপের প্রথম চাঁদ আবিষ্কারক যন্ত্রটি সাফল্যের সঙ্গে চাঁদের সঙ্গে ধাক্কা খেয়েছে। এবং এর তিন বছরের কার্যমেয়াদ শেষ হয়েছে।
ইউরোপীয় মহাকাশ ব্যুরোর যন্ত্র আবিষ্কারক প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, "স্মার্ট-এক" নামক আবিষ্কারক যন্ত্রটি পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সাফল্যের সঙ্গে চাঁদের হ্রদের কাছাকাছি এলাকায় ধাক্কা লেগেছে। ইউরোপীয় মহাকাশ ব্যুরো ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত একটি পর্যবেক্ষণ স্টেশন থেকে "স্মার্ট-এক" চাঁদের সঙ্গে ধাক্কা লাগার পর সংঘটিত "উজ্জ্বল আলোকে" চিত্রে ধারন করা হয়েছে।
"স্মার্ট-এক" নামক চাঁদ আবিষ্কারক যন্ত্র ২০০৩ সালের সেপ্টেম্বর উত্ক্ষেপিত হয়। ২০০৪ সালের অক্টোবরে তা চাঁদের কক্ষপথে প্রবেশ করে চাঁদ সংক্রান্ত বহু তথ্য সংগ্রহ করেছে। চাঁদের সঙ্গে ধাক্কা খাওয়ার বিষয়টি ছিল তাঁর চূড়ান্ত কার্যক্রম।
|