ব্রিটিশ পুলিশ ২ সেপ্টেম্বর বলেছে, ১ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর ভোর পর্যন্ত পুলিশ পূর্ব ও দক্ষিণ লন্ডনে বড়ধরণের সন্ত্রাসদমন অভিযান চালিয়েছে। এতে ১৪জন সন্দেহজনক ব্যক্তিকে আটক হয়েছে। তাছাড়া, মানচেস্টারেও ২জন সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হয়েছে।
একই দিন এক বিবৃতিতে পুলিশ বলেছে, ১৬জন সন্দেহভাজনদের সঙ্গে আগস্ট মাসে ব্রিটেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র গামী ফ্লাইটে বোমা বিস্ফোরণ এবং গত বছর লন্ডনে সংঘর্টিত ৭ জুলাই-এর সন্ত্রাসী হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
ব্রিটিশ পুলিশের সন্ত্রাসদমন বিষয়ক দায়িত্বশীল ব্যক্তি পিটার্ ক্লার্ক ১ সেপ্টেম্বর বলেছেন, বর্তমানে ব্রিটেনে কয়েক হাজার সন্দেহভাজন সন্ত্রাসী পুলিশের গোয়েন্দাদের তত্ত্বাবধানে রয়েছে। এর মধ্যে সন্ত্রাসী ছাড়াও তাদেরকে সমর্থন ও সাহায্য দেয়া ব্যক্তিবর্গও রয়েছে।
|