v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-07 09:56:12    
চীনের সবচেয়ে বেশি বয়সি মানুষ

cri

 ** চীনের সবচেয়ে বেশি বয়সি মানুষ কে , বয়স কত?

 প্রশ্নকর্তাঃ ভারতের পশ্চিম বঙ্গের বীরভূম জেলার পাইকরের ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের দেশমাতৃকা প্রসাদ রায়

 উঃ ২০০৫ সালের ৯ মে চীনের কুয়াংতুং প্রদেশের ফোশান অঞ্চলের ১২০ বছর বয়স্ক বৃদ্ধা লি চাই রুং মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি "বিশ্বের প্রথম দীর্ঘায়ু মানুষ" এর নামে পরিচিত । ১৮৮৫ সালের ১২ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বংশধর আছেন দুই শতাধিক লোক। তিনি তিনটি শতাব্দীঅতিক্রম করার পর তাঁর বংশধরদের জন্য সক্রিয় ও আশাবাদী জীবনযাপনের মনোভাব এবং তাঁর রহস্যময় জীবন কাহিনী রেখে গেছেন।

 ** উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচী নিয়ে চীনের দৃষ্টিভঙ্গি কি রুপ?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের রংপুর জেলার গুপ্তপাড়ার হোসেন আবেদ আলী

 উঃ চীনে রাষ্ট্রীয় সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ্ মু হিউনের সঙ্গে বৈঠক করার সময়ে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চীন সরকারের মৌলিক অধিষ্ঠান ব্যাখ্যা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, চীন বরাবরই উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চেষ্টা করে, উপদ্বীপের পারমাণবিকমুক্তকরণ অবিচল থাকে, সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের পথ অন্বেষণ করে এবং নিরাপত্তা সম্পর্কে উত্তর কোরিয়ার উদ্বেগের উপর নজর রাখা আর সমাধান করার সমর্থন করে। হু চিন থাও বলেছেন, কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যায় চীন ও দক্ষিণ কোরিয়ার অধিষ্ঠানের অনেক মিল আছে। শান্তিপূর্ণরূপে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানের প্রক্রিয়ায় চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বয় এবং যোগাযোগ জোরদার করা এবং নিজ নিজ প্রভাব খাটানো প্রয়োজন, যাতে পেইচিং বৈঠক প্রক্রিয়া অব্যাহত চলতে পারে। হু চিন থাও আরো বলেছেন, উপদ্বীপ সমস্যায় চীনের নীতি বরাবরই একই, আমরা উপদ্বীপের দক্ষিণ ও উত্তর পক্ষের পুনর্মিলন এবং সহযোগিতা সমর্থন করি, অবশেষে উপদ্বীপে স্বাধীন ও শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ বাস্তবায়নের সমর্থন করি। চীন আগের মতো ভবিষত্যেও এর জন্য গঠনমূলক ভূমিকা পালন করবে।

 **প্রতিটি চীনা বাড়ীতে টেলিভিশন রয়েছে কি? চীনে কয়টি স্যাটেলাইট টেলিভিষণ স্টেশন রয়েছে?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সুলতানশাহির গোরাদাইর গ্রামের লিপন স্মৃতি রেডিও লিসেনার্স ক্লাবের প্রেসিডেন্ট বি এম ফোয়সাল আহমেদ

 উঃ সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত চীনের টেলিভিশনের ব্যবহারকারীদের সংখ্যা ২৮ কোটি থেকে ৩০ কোটি ৬০ লাখ পরিবার বেড়েছে, বার্ষিক গড়পরতা বৃদ্ধি হার ৩ শতাংশ। চীনের মোট জনসংখ্যা ১৩০ কোটি, টেলিভিশনের দর্শকদের সংখ্যা ১০০ কোটিরও বেশি, সারা দেশের মোট জনসংখ্যার শতকরা ৮৬.২ ভাগ।

 এখন চীনের ৩১টি প্রদেশ, কেন্দ্র-শাসিত মহানগর এবং স্বায়ত্তশাসিত অঞ্চলে মোটামুটিভাবে কেন্দ্রীয় ও স্থানীয় , স্যাটেলাইট, রেডিওভিশন এবং ক্যাবল্ টেলিভিশন মিলিয়ে এক আধুনিক টেলিভিশন সম্প্রচার নেট প্রতিষ্ঠিত হয়েছে। চীনের সাধারণ টেলিভিশন কেন্দ্রের সংখ্যা ৯৪৩টি, ক্যাবল টেলিভিশন কেন্দ্রের সংখ্যা ১২৮৫টি।

 **শুনেছি চাঁদ থেকে চীনের প্রাচীর দেখা যায়, কথাটা কি সত্য?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসাটের স্নেহ রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোঃ আব্দুস সালাম

 উঃ মার্কিনী নভাচারী চার্লি ডুক ১৯৭২ সালে দশম চাঁদে আরোহণকারী হন। তিনি তাঁর স্মৃতিকথায় এভাবে লিখেছেন, চাঁদে দাড়িয়ে পৃথিবীকে দেখে খুব ক্ষুদ্র মনে হচ্ছে। তখন আমি মাটি দেখি নি, কেবল সাগর দেখেছি, নীল নীল রং, খুবই মনোরম। আমরা চাঁদ যাওয়ার পথে অস্পষ্টভাবে চীনের প্রাচীর দেখেছি, কিন্তু চাঁদে প্রাচীর দেখি নি আমি প্রায় পৃথিবীর দিকে দেখে চিন্তা করি, যদিও পৃথিবীতে অনেক ভিন্ন দেশ এবং জাতি আছে, তবে আমরা একই গোষ্ঠি, আমাদের শান্তি লাগবে, বন্ধুত্বপুর্ণ সুপ্রতিবেশীসূলভ সম্পর্ক লাগবে।