** ভারতের পশ্চিম বঙ্গের হুগলী জেলার বমনগর গ্রামের রবিশংকর বসু নিজের ছবিসহ সুন্দর করে ছাপানো একটি চিঠিতে মহিউদ্দিন তাহেরকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, আপনার নয় বছরের কর্মজীবনের সমপনান্তে আপনার প্রতি রইল আমাদের সকলের হৃদিক শুভেচ্ছা ও শ্রদ্ধা । আপনার তারুণ্য-দীপ্ত পরিবেশনা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানমালাকে দিয়েছে নতুন প্রাণ-হৃদয়ের অনুরণন। আপনার অক্লান্ত প্রচেষ্টায় ও দায়িত্বে বাংলা বিভাগ আজ হয়ে উঠেছে বৈচিত্র্যময়, শ্রোতাদের স্বপ্ন ও প্রত্যাশায় ভরপুর চীনের দর্পন।
চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে বিশেষজ্ঞ ও উপস্থাপক হিসাবে আপনার ভূমিকা মহাপ্রাচীরের মতই ইতিহাসে স্থান করে নিয়েছে। চীনকে জানার সুবর্ণ জানালায় আপনি ছিলেন শ্রোতাদের সত্যিই প্রিয় পুরুষ। আপনার প্রাণোচ্ছ্বল সংগীত ঝংকৃত কন্ঠস্বর চীন বেতারে আর শুনতে পাবো না---এই আতৃপ্তি আমাদের কাঁটার মতো ভবিষ্যতে বিঁধবে।
সি আর আই বাংলা বিভাগের অনুবাদ, সম্প্রচার ও শিক্ষকতার কাজে বিশেষজ্ঞ হিসাবে আপনার প্রাণবন্ত ভুমিকা বাংলা সম্প্রচারের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেই আমরা মনে করি। "মুখোমুখি", "চাওয়া পাওয়া", "অন্তরঙ্গ আলাপন", "শ্রোতার কন্ঠ", "চীনকে জানুন", "ইতিহাসের অরণ্যে বিচরণ" প্রভৃতি অনুষ্ঠানে আপনার হাসিখুশি আন্তরিকতা আমাদের করেছে মুগ্ধ।
ইংরেজ কবি John Keats এক সময় বলেছিলেন "Beauty is truth , truth is beauty" অর্থাত্ আপনার এই সত্যনিষ্ঠতাই আমাদের হৃদয়ে সৌন্দর্য্যের একমাত্র নিদর্শন হয়ে থাকবে। আমরা আপনাকে যথার্থই "মৈত্রী বন্ধু"বলে মনে করি এবং আগামী দিনেও আপনাকে বন্ধুত্বের অমর সাক্ষী হিসাবে মনে রাখব। আমরা হৃদয় দিয়ে বিশ্বাস করি আপনার অবসর জীবনেও আপনি সি আর আই এর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলা বিভাগের পাশেই থাকবেন।
বাংলাদেশে আপনার স্ত্রী , দুই পুত্র ও আত্মীয় পরিজনের সঙ্গে আপনার অবসর জীবনগুলো উত্সবের মত আনন্দময় ও সুখী হোক, এই প্রত্যাশা ও শুভকামনা রইল।
আমার মনে হয়, চীনে নয় বছর পরিশ্রম করার পর তাহের যে শ্রোতাদের শ্রদ্ধা এবং ভালোবাসা পেয়েছেন, তিনি নিজেও গর্ববোধ করেন। আমি তাহেরের পক্ষ থেকে রবিশংকর বসুকে ধন্যবাদ জানাই।
** বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালীর মোঃ এনাম আহমেদ লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের পাঠানো সবগুলো জিনিস আমি পেয়েছি। আমি সবচেয়ে বেশি আনন্দিত ও উচ্চসিত এজন্যই যে আপনারা আমাকে শ্রোতা হিসেবে গ্রহণ করেছেন। আমি যতই আপনাদের অনুষ্ঠান শুনছি ততটাই মুগ্ধতার সঙ্গে আপনাদের অনুষ্ঠানকে আপন করে নিয়েছি। তবে একটা বিষয় খুবই খারাপ লাগে আমার, আর সেটা হচ্ছে আপনাদের লেখা অর্থাত্ ভাষা শেখা বুঝতে পারি না বলে। আমার খুব ইচ্ছা হয় আপনাদের ভাষা শিখতে কিন্তু কিভাবে? আপনাদের কোন বই বা শিক্ষার প্রথম ধাপ আমার জানা নেই। তাই জানালে কৃতার্থ হবো। আমি এখন লেখাপড়ায় যথেষ্ট ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠান আমাকে শুনতেই হবে। কারণ আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে।
আমাদের অনুষ্ঠান শোনার জন্য মোঃ এনাম আহমেদকে ধন্যবাদ। বর্তমানে প্রতি মঙ্গলবার , বৃহস্পতিবার এবং রবিবার আট মিনিট চীনা ভাষা শেখার আসর প্রচারিত হয়। সেই অনুষ্ঠানটি আমাদের নবীন কর্মী শুয় ফেই ফেই আর বিশেষজ্ঞ আবাম সালাউদ্দিন উপস্থাপন করেন। আপনি চীনা ভাষা শেখার আগ্রহ থাকলে সময়মতো এই অনুষ্ঠানটি শুনতে পারেন। কোন সমস্যা থাকলে সরাসরি শুয় ফেই ফেইকে চিঠি লিখতে পারেন ।
** বাংলাদেশের রাজশাহী জেলার ফ্রেন্ডস ওয়ার্ল্ড ডিএক্স এসোসিয়েশনের পরিচালক এ কে এম নুরুজ্জামান লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে যোগদানকারি নতুন বিশেষজ্ঞ জনাব আবাম সালাউদ্দিনকে আমাদের প্রাণঢালা অভিনন্দন। অনেক দেরীতে হলেও আমি-তুমি-সে এর দ্বিতীয় সংখ্যা ২০০৬ পেলাম সঙ্গেচীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে "আমি ও চীন আন্তর্জাতিক বেতার" শীর্ষক জ্ঞান যাচাই প্রতিযোগিতার প্রশ্নমালা। এই প্রশ্নমালায় একটি ভুল আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ২নং প্রশ্নেঃ ১৯৫০ সালের এপ্রিলে চীনের বৈদেশিক বেতারের প্রারম্ভিক ঘোষণা কি ছিলো? সম্ভাব্য তিনটি উত্তরই ভুল দেওয়া হয়েছে। ক)NCR, খ)XNCR, গ)CRI । অনুষ্ঠানের বিবরণ থেকে আমরা যা পেয়েছি উত্তরটি হবে রেডিও পিকিং। যদিও CRI নামটি দেওয়া হয়েছে অনেক পর নব্বই দশক থেকে।
বন্ধু এ কে এম নুরুজ্জামান , ঠিক বলেছেন। সত্যি কথা , আপনার চিঠি না পড়লে আমি নিজেও খেয়াল করি নি, এমন একটা ভুল হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এবং এর জন্য সকল শ্রোতা বন্ধুদের কাছে দুঃখ প্রকাশ করছি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে রেডিও পিকিং।
** বাংলাদেশের পাবনা জেলার নয়নামতি উত্তর পাড়ার ডিএক্স রেডিও লিসনার্স ক্লাবের মোঃ ফিরোজ আলম লিখেছেন, সম্প্রতি আমরা ক্লাব মিটিংয়ে সি আর আই থেকে সম্প্রচারিত সংবাদ ও প্রতিবেদনের মান নিয়ে আলোচনা করেছি। শ্রোতা সদস্যরা জানিয়েছে যে, বর্তমানে আপনাদের সংবাদের মান অনেক তথ্য বহুল এবং মান সম্পন্ন হয়েছে। অথচ ইতিপূর্বে আমরা সি আর আই এর সংবাদের মান নিয়ে অসন্তষ্ট ছিলাম। আগে শ্রোতারা সংবাদ শোনার জন্য VOA, BBC, DW ইত্যাদি বেতারে অনুষ্ঠান শুনত। এখন শ্রোতারা পুরো ১ ঘন্টার অনুষ্ঠান সংবাদ ও প্রতিবেদনসহ শুনে। দিন দিন এর মান আরও ভাল হবে বলে আমার বিশ্বাস। তবে আমার কিছু পরামর্শ আছে। আপনারা বিভিন্ন প্রতিযোগিতার প্রশ্নপত্র শ্রোতাদের ঠিকানায় পাঠিয়ে থাকেন। এ বাবদ আপনাদের অনেক অর্থ ব্যয় হলেও যত প্রশ্নপত্র আপনারা পাঠান তত হয়ত ফেরত যায় না। তাই যদি এমন নিয়ম করা হতো যে, শ্রোতারা নিজস্ব কাগজে উত্তরপত্র পাঠাবে , তাহলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হত এবং ঐ টাকা দিয়ে পুরস্কারের মান ও সংখ্যা বাড়ানো যেত। প্রস্তাবটি ভেবে দেখবেন আশা করি।
বন্ধু মোঃ ফিরোজ আলমের প্রস্তাব ভালো। আমরা আগে থেকে শ্রোতাদের নিজের কাগজে হাতে লেখা উত্তর পত্র গ্রহণ করি।
|