v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-04 11:02:38    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৬/৯/৪

cri

 বর্তমানে চীনে ১০ থেকে ২৪ বছর বয়স্ক তরুণতরুণী এবং অবিবাহিত যুবকযুবতীদের সংখ্যা প্রায় ৩০ কোটি। চীনের আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনগণের জীপনযাপনের মান দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনে অল্প বয়সেই প্রথম যৌন তত্পরতা এবং বিয়ের আগেই যৌন তত্পরতা বাড়ায় বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এ সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়? চীনের বিভিন্ন মহল প্রস্তাব করেছে যে, তরুণতরুণীদের যৌন শিক্ষা জোরদার করা উচিত। ৪ সেপ্টেম্বর সোমবার বিজ্ঞান ও জীবন আসরে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে।

 চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মালভূমির মনোরম নিঃসর্গ ও তিব্বতী জাতির সুগভীর রীতিনীতি সবার কাছে সুপরিচিত। অথচ সেখানে মালভূমির প্রবল প্রতিক্রিয়ার দরুণ সমতলভূমিতে বসবাস করতে অভ্যস্ত লোকেরা সাধারণত অল্প দিনের ভ্রমণের জন্যে তিব্বতে যান। যে কেউ সেখানে দীর্ঘদিন ধরে বসবাস ও কাজকর্ম করলে তারা সহজে অভ্যস্ত হতে পারবে না। তবুও ২০০৩ সালের গ্রীষ্মকাল থেকে সমতলভূমিতে স্বতস্ফুর্ত হয়ে তিব্বতে গিয়ে স্বেচ্ছাসেবক হয়েছেন। লি সিয়ান হুই স্বেচ্ছাসেবকদের অন্যতম। এক বছর পর তিনি স্থায়ীভাবে তিব্বতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পদমর্যাদাও একজন স্বেচ্ছাসেবক থেকে একজন সত্যিকার অভিসংশকে পরিণত হয়েছে। তিব্বতে তাঁর কি কি বিশেষ অভিজ্ঞতা হয়েছে? তা জানার জন্য ৬ সেপ্টেম্বর বুধবার চীনের জীবন আসরে বাংলা বিভাগের প্রবীণ কর্মী শিং চিং উ আপনাদের জানাবেন।

 পাশ্চাত্য দেশের মধ্যবিত্তদের ছুটি কাটানোর জন্য গ্রামে বাগানবাড়ি কেনার প্রথা আগে থেকেই ছিল। তবে দশ-পনেরো বছর আগেও চীনাদের জন্য এটা শুধু স্বপ্ন যা বাস্তবে রূপ দেয়া প্রায় অসম্ভব ছিল। আজকাল চীনাদের আয় বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাগানবাড়ি কেনাটা ক্রমেই এক নতুন জীবনের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের অর্থনীতি আসরে প্রবীণ কর্মী লি ইউয়েন শান "ছুটি কাটানোর জন্য গ্রামে বাগানবাড়ি কেনা" শিরোনামে একটি প্রতিবেদন পড়ে শুনাবেন।

 আগস্ট মাসে আমাদের বিভাগের নবীন কর্মী শুয় ফেই ফেই চীনের কুই চৌ প্রদেশের পাহাড় অঞ্চলে গিয়ে সাক্ষাত্কার নিয়েছেন। সেখানকার বৈশিষ্ট্যসম্পন্ন দৃশ্য এবং গ্রামাঞ্চলের উন্নয়ন তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। কুই চৌ থেকে ফিরে আসার পর তিনি বেশ কয়েকটি প্রবন্ধ লিখেছেন। ৮ সেপ্টেম্বর শুক্রবার গ্রামের কথা আসরে তাঁর লেখা প্রথম প্রতিবেদন পড়ে শুনাবেন আমাদের বিভাগের প্রবীণ কর্মী থাং ইয়াও খান। এতে চীনের কুই চৌ প্রদেশের শাওং লুং গ্রামের কৃষকদের তরমুজ চাষের মাধ্যমে সফলতা অর্জনের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। আমার বিশ্বাস, এই অনুষ্ঠানটি শুনতে পেরে কৃষক বন্ধুদের খুব উপকার হবে।

 দক্ষিণ-পশ্চিম চীনের কুই চৌ প্রদেশের চাও সিং অঞ্চল চীনের সংখ্যালঘু জাতি তুং জাতির অন্যতম অধ্যুষিত অঞ্চল। দূর থেকে তাকালে পাহাড়ের ঢাল বেয়ে কৃষি জমি সারিতে সারিতে ছড়িয়ে আছে। কাঠ দিয়ে তৈরী দু'তলা বিশিষ্ট তুং জাতির অজস্র বাড়িঘর কুয়াশায় অস্পষ্টভাবে দেখা যায়। ৯ সেপ্টেম্বর শনিবার ওরা অনন্য আসরে থাং ইয়াও খান আপনাদের তুং জাতিংর গ্রামে নিয়ে যাবেন। সেখানে আপনারা তুং জাতির বিশিষ্ট্য স্থাপত্য, সংগীত এবং খাবার সংক্রান্ত তথ্য পাবেন।

তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠানগুলো। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠান শুনার জন্য আগে থেকে সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।