লেবাননের প্রেসিডেন্টের তথ্য কার্যালয় ১ সেপ্টেম্বর জানিয়েছে, লেবাননের প্রেসিডেন্ট এমিল লাহুদ মধ্য প্রাচ্য সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, লাহুদ বিদেশের একটি তথ্য মাধ্যমকে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চল শান্তি বাস্তবায়নের একটি সুযোগের সৃষ্টি হয়েছে। তিনি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন, যাতে ন্যায়সংগত এবং সার্বিকভাবে লেবানন, ফিলিস্তিন, ইরাক আর সিরিয়া সমস্যার সমাধান করা যায়।
লাহুদ লেবানন ও ইস্রাইল সংঘর্ষ সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নং সিদ্ধান্ত লঙ্ঘন করে লেবাননের বিরুদ্ধে এখনো নৌ আর বিমান অবরোধ অব্যাহত রাখার জন্য ইস্রাইলের নিন্দা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহিত মধ্যপ্রাচ্য সমস্যা সংক্রান্ত ধারাবাহিক সিদ্ধান্ত বাস্তবভাবে কার্যকর করা উচিত। এটা হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি বাস্তবায়নের একমাত্র উপায়।
|