চীন অব্যাহতভাবে ইয়াংসি নদীর তিনগিরিখাতের জলাধারের পানি দূষণ প্রতিরোধের কাজ জোরদার করছে । যার ফলে তিনগিরিখাতের জলাধারের পানি পরিবেশ রক্ষারকাজে ইতিবাচক অগ্রগতি হয়েছে ।
১ সেপ্টেম্বর চীনের জাতীয় পরিবেশ প্রশাসনের প্রকাশিত এক রিপোর্টে এ কথা জানানো হয়েছে ।
রিপোর্টে বলা হয়েছে , তিনগিরিখাতের জলাধারের আশেপাশে শহরের নোংরাপানি ও ময়লার পুনরায় বিন্যাস করার ক্ষেত্রে বিরাট অগ্রগতি হয়েছে । এ বছরের জুন মাসের শেষ নাগাদ তিনগিরিখাত অঞ্চলের ১৩টি জেলায় ১৮টি নোংরা পানি শোধনাগার এবং ১৪টি ময়লা জিনিস শোধনাগার প্রতিষ্ঠিত হয়েছে ।
শিল্পপ্রতিষ্ঠানের দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনগিরিখাত অঞ্চলের৭০টি প্রধান শিল্পপ্রতিষ্ঠানঅন্তর্ভূক্ত করা হয়েছে ।
|