পরবর্তী ৫ বছরে নিজের মেধাস্বত্ত্ব ও বিখ্যাত মার্কা-এর শিল্পপ্রতিষ্ঠানের অধিকারী হওয়ার লক্ষ্য বাস্তবায়নের জন্যে চীন পরবর্তী ৩ বছরের মধ্যে মেধাস্বত্ত্বরক্ষার নেট প্রতিষ্ঠা করবে ।
২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট এক ফোরামে চীনের উপ-বাণিজ্য মন্ত্রী লিয়াও সিয়াওছি একথা ঘোষণা করেছেন । তিনি বলেছেন , ৫০টি শহরে মেধাস্বত্ত্ব সুরক্ষা সম্পর্কিত অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠা করা , মেধাস্বত্ত্ব সুরক্ষা সম্পর্কের মূল্যায়ন , পূর্বাভাষ ও অভিযোগ মঞ্চ প্রতিষ্ঠাকরা এই নেটের অন্তর্ভূক্ত থাকবে । চীনের বাণিজ্য মন্ত্রণালয় ৩ থেকে ৫ বছরের মধ্যে ৩০০ মার্কা নিবন্ধিতকরণের কাজ জোরদার করবে । প্রদর্শনীতেশিল্পপ্রতিষ্ঠানেরঅংশ নেয়া , বিক্রি, বিক্রির পরবর্তীকালেরপরিসেবা এবং আন্তর্জাতিক বাজারে শিল্পপ্রতিষ্ঠানের প্রবেশকে সমর্থন করবে । যাতে বাজারে শিল্পপ্রতিষ্ঠানের কোটা বাড়ানো যায় ।
|