চীন, কিরগিজস্তান ও উজবেকিস্তানকে সংযুক্ত করা মধ্য-এশিয়ার পরিবহন অলিন্দ চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান পথ ২০০৮ সালের শেষ নাগাদ চালু বলে আশা করা হচ্ছে। বর্তমানে এই পথের চীনের অংশ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং বাকী নির্মাণ কাজ সুষ্ঠুভাবে চলছে।
৯৩৭ কিলোমিটারের চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান পথ চীনের কা শি থেকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ পর্যন্ত বিস্তৃত । এশীয় উন্নয়ন ব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক সংস্থা এই পথের ওপর বেশী গুরুত্ব দিচ্ছে।
মধ্য-এশিয় আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা কাঠামো অংশগ্রহণকারীদেশ, চীন, আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান নিজেদের অঞ্চলে পরিবহন নেট স্থাপন করার চেষ্টা করছে। বর্তমানে বিভিন্ন দেশ চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান পথসহ কয়েকটি আঞ্চলিক পরিবহন অলিন্দনির্মাণ করছে।
|