v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-02 17:05:06    
ভয়েস অব রাশিয়া আর ইতার-তাস বার্তা সংস্থার নেতাদের সঙ্গে ওয়াং গেং নিয়েনের সাক্ষাত্

cri

 মস্কো সফররত চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং গেং নিয়েন ১ সেপ্টেম্বর পৃথক পৃথকভাবে ভয়েস অব রাশিয়ার মহাপরিচালক ওকানেসিয়ান আরমেন গারনিকোভিচ এবং রাশিয়ার ইতার-তাস বার্তা সংস্থার তথ্য বিভাগের সাধারণ সম্পাদক কারমালিটোর সঙ্গে সাক্ষাত্ করেছেন।

 গারনিকোভিচের সঙ্গে সাক্ষাত্ করার সময়ে ওয়াং গেং নিয়েন বলেছেন, দীর্ঘকাল ধরে চীন আন্তর্জাতিক বেতার আর রাশিয়ার কন্ঠ বেতার ফলপ্রসূ এবং বাস্তব সহযোগিতা করে আসছে। তিনি বলেছেন, আন্তর্জাতিক বেতারের জন্য শর্ট ওয়েভ অনুষ্ঠান অপরিহার্য। নতুন মাল্টিমিডিয়া বেতার প্রযুক্তি হচ্ছে ভবিষ্যতের উন্নয়নের দিক। শর্ট ওয়েভে আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান সুসংবদ্ধ করার ভিত্তিতে মাল্টিমিডিয়া প্লাটফর্ম স্থাপন করা হবে। তাছাড়া আন্তর্জাতিক তথ্য মাধ্যমগুলোর সঙ্গে আদান-প্রদান এবং সহযোগিতা জোরদার করা উচিত, যাতে গুণগত মানের দক্ষতা বাড়ানো যায়।

 গারনিকোভিচ সাফল্যের সঙ্গে "চীন ও রাশিয়ার মৈত্রী ভ্রমণ" কার্যক্রমআয়োজনের জন্য চীন আন্তর্জাতিক বেতারকে আভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী বছরে রাশিয়ায় "চীন বর্ষ" চলাকালে ভয়েস অব রাশিয়া চীনের তথ্য মাধ্যমগুলোর সঙ্গে আদান-প্রদান এবং সহযোগিতা আরো জোরদার হবে।

 "চীন ও রাশিয়ার মৈত্রী ভ্রমণ" অভিযানের অংশীদার রাশিয়ার ইতার-তাস বার্তা সংস্থার তথ্য বিভাগের সাধারণ সম্পাদক কারমালিটোর সঙ্গে সাক্ষাত্ করার সময় ওয়াং গেং নিয়েন বলেছেন, "চীন ও রাশিয়ার মৈত্রী ভ্রমণ" অভিযানে চীন আন্তর্জাতিক বেতার আর ইতার-তাস বার্তা সংস্থার মধ্যে খুব ভালো সহযোগিতা হয়েছে। চীন প্রত্যাশা করে, আগামী বছরে "চীন বর্ষ" চলাকালে চীনে সাক্ষাত্কার নেয়ার জন্য রাশিয়া তাদের সংবাদদাতাদের পাঠাবেন।