|
|
(GMT+08:00)
2006-09-01 20:09:05
|
তিন গিরিখাতের তৃতীয় পর্যায়ের অভিবাসি প্রকল্প পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে
cri
চীনের ইয়াংসি নদীর তিন গিরিখাতের তৃতীয় পর্যায়ের অভিবাসি প্রকল্প পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিশেষজ্ঞ গ্রুপ মনে করেন, তিন গিরিখাতের তৃতীয় পর্যায়ের প্রকল্প সাবির্কভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন এই গিরিখাত পুণনির্ধারিত১৫৬ মিটার পানি সংরক্ষণের দাবি পুরণ করতে পারে। যার ফলে তিন গিরিখাতের বিদ্যুত উত্পাদন এবং বন্যা প্রতিরোধের সামর্থ্য অর্জিতহবে। পানি সংরক্ষণের প্রকল্প যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হয় সে জন্যে চীনের সরকার তিনগিরিখাতের তৃতীয় পর্যায়ের অভিবাসি প্রকল্প চালু করেছে। জানা গেছে, তৃতীয় পর্যায়ের অভিবাসি প্রকল্পে মোট ১০.২ বিলিয়ন রেন মিন পি বরাদ্দ করা হয়েছে। মোট ২ লাখ ৪০ হাজার লোক অভিবাসি হবে।
|
|
|