৩১ আগষ্ট আন্তর্জাতিক অর্থ তহবিল সংস্থা--- আই এম এফের প্রধান রোড্রিগো রাটো ওয়াশিংটনে ঘোষণা করেছেন , এই সংস্থার কার্যনির্বাহী পরিচালনা পরিষদের এক অধিবেশনে একই দিন অর্থতহবিল সংস্থার সংস্কার পরিকল্পনা সম্বন্ধে একটি চুক্তি গৃহিত হয়েছে । এই পরিকল্পনায় চীনসহ উন্নয়নশীল দেশগুলোকে আরো বেশি ভোটাধিকার দেয়া হয়েছে ।
রাটো এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন , দু বছরব্যাপী এই পরিকল্পনা অনুযায়ী , এই সংস্থায় চীন , দক্ষিণ কোরিয়া , মেক্সিকো ও তুরস্কের ভোটাধিকার বাড়বে । পরবর্তীকালে আরো বেশি সদস্য দেশের ভুমিকা বাড়ানো হবে ।
রাটো আরো বলেছেন , সেপ্টেম্বর মাসে সিংগাপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অর্থ তহবিল সংস্থা ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে এই পরিকল্পনা পর্যালোচনার জন্য আন্তর্জাতিক অর্থতহবিল সংস্থার কাছে দাখিল করা হবে ।
|