মার্কিন মহাশূন্য ব্যুরো ৩১ আগষ্ট ঘোষণা করেছে, আর্নেস্টো নামক গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে আটলেন্টিস নামক মহাশূণ্যযানের কোন ক্ষতি হয়নি। মার্কিন পূর্বাঞ্চলের সময় ৬ সেপ্টেম্বর দুপুরের ১২টা ২৯ মিনিটে এই মহাশূণ্যযান আবার উত্ক্ষেপন করা হবে।
পরিকল্পনা অনুসারে "আটলেন্টিস"২৭ আগষ্ট উত্ক্ষেপন করার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বহুবার পিছিয়ে দিতে বাধ্য হয়। ৩০ আগষ্ট ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি মহাকাশ কেন্দ্র "আর্নেস্টো"গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের শিকার হয়। কিন্তু ঢাকা অবস্থায়"আটলেন্টিস"নামক মহাশূণ্যযান উত্ক্ষেপন মঞ্চেই ছিল।
"আর্নেস্টো"নামক গ্রীষ্মমন্ডলীয় ঝড় হওয়ার পর নিরাপত্তা পর্যবেক্ষকরা জরুরী পরীক্ষা কাজ চালিয়েছেন। অবশেষে চিহ্নিত করেছেন যে মহাশূণ্যযান সিস্টেমে কোন ক্ষতি হয়নি। মার্কিন মহাশূণ্য ব্যুরো উত্ক্ষেপনের নতুন সময় নির্ধারণ করেছে। স্থল কর্মকর্তারা বিভিন্ন প্রস্তুতি কাজ চালাতে শুরু করেছেন।
|