চীন পর্যটকদের আদর্শ ব্যবহার সংক্রান্ত প্রচারপত্র প্রকাশ করবে । যাতে পর্যটনের সময় পর্যটকরা অভদ্র ব্যবহার ও অভ্যাস সংশোধন করতে পারেন এবং চীনা নাগরিকদের ভালো ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয় ।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের পর্যটন শিল্পের দ্রুত প্রসার ঘটছে । কিন্তু অনেক পর্যটকের অভদ্র ব্যবহার ও খারাপ অভ্যাস চীনের ভাবমূর্তির ক্ষতি করেছে । যেমন ইচ্ছামতো থুথু ফেলা , বিমানে জুতা খোলা , মোবাইল ফোনে জোরে কথা বলা ইত্যাদি । দেশবিদেশের জনমত এই সব অভদ্র ব্যবহার ও খারাপ অভ্যাসের সমালোচনা করেছে ।
চীনা নাগরিকদের ভদ্রতা বাড়ানোর জন্য পর্যটকদের আদর্শ ব্যবহার সংক্রান্ত দলিল প্রণয়ন ছাড়া বিদেশগামী চীনা নাগরিকদের এ ক্ষেত্রে প্রশিক্ষণ দেয়া এবং বন্দর , দর্শনীয় স্থান , স্কুল , সরকারী সংস্থা , বিমানবন্দর , রেলস্টেশন ও বাসস্টপে প্রচার পত্র বিলি করা ইত্যাদি ব্যবস্থা নেয়া হবে ।
|