 ৩১ আগষ্ট বিকেলে পেইচিং বিশেষ পুলিশ বাহিনী বিশেষ গাড়ি চালানো কৌশল দেখানো, খালি হাতে অপরাধীদের সঙ্গে লড়াই , জিম্মি উদ্ধার , বোমা বিস্ফোরণ ঘটনা ও ফুটবল অনুরাগীদের সংঘর্ষ মোকাবেলার মহড়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের সন্ত্রাসদমনের কৌশল প্রদর্শন করেছে ।

পেইচিং বিশেষ পুলিস গত বছরের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় । পেইচিং অলিম্পিক গেমস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই পুলিস দল তাদের দৈনন্দিন প্রশিক্ষণ ও দায়িত্ব পালন অলিম্পিক গেমসের প্রতিরক্ষা কাজের সঙ্গে সমন্বয় করছে । এ জন্যে এই বাহিনীতে উন্নত মানের গাড়ি , অস্ত্রশস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম আছে । এই পুলিশ দল ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা উদ্ঘাটন ও নিষ্পত্তি করেছে ।

|