v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-04 13:25:38    
ওমস্কায়া ওব্লাস্টে চীনা ভাষা শিক্ষার হিড়িক পড়েছে

cri
    চীনা ভাষা বিশ্বের বহু দেশের কাছে এখন গুরুত্বপূর্ণ। সম্প্রতি চীন-রাশিয়ার মৈত্রী ভ্রমণের যৌথ সংবাদদাতা দল রাশিয়ার ওমস্কায়া ওব্লাস্ট অংগরাজ্যের জাতীয় শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে গিয়ে চীনা ভাষা বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে আমাদের সংবাদদাতা বুঝতে পেরেছেন যে, চীনা ভাষা শিক্ষার হিড়িক ওমস্কায়া ওব্লাস্টেও এখন ধাপে ধাপে উন্নত হচ্ছে। আজকের শিক্ষার আলো অনুষ্ঠানে আমি আপনাদের রাশিয়ার ওমস্কায়া ওব্লাস্টে চীনা ভাষা শিক্ষার হিড়িক সন্বন্ধে একটি প্রতিবেদন শুনাবেন।

    ওমস্কায়া ওব্লাস্টের জাতীয় শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় হচ্ছে সাইবেরিয়া এলাকার শিক্ষকদের প্রশিক্ষণের এক সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের ৭৪ বছরের ইতিহাস রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১১ হাজাররেও বেশি ছাত্রছাত্রী রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ১৯৯১ সালে চীনা ভাষার শিক্ষা কোর্স চালু হয়। তারপর চীনা ভাষা বিভাগ খোলা হয়। বর্তমানে চীনা ভাষা বিভাগ চীনা ভাষার সুযোগ্য ব্যক্তিদের প্রশিক্ষণের এক ঘাঁটিতে পরিণত হয়েছে।

    বর্তমানে চীন-রাশিয়ার রাজনৈতিক সম্পর্ক ধাপে ধাপে ঘনিষ্ঠতর হচ্ছে এবং আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দ্রুতভাবে উন্নত হচ্ছে। রাশিয়ায় চীনা ভাষা বলতে পারে এমন লোকের চাহিদাও ধাপে ধাপে বেড়ে যাচ্ছে। তাই চীনা ভাষা শিক্ষার হিড়িক পড়েছে। নাভ হচ্ছেন ওমস্কায়া ওব্লাস্টের জাতীয় শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের শিক্ষিকা। তিনি চীনা ভাষার শিক্ষা কোর্স চালু করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। তিনি বলেছেন,

    বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার মূল শিক্ষা কোর্সের ছাত্রদের সংখ্যা ৪০জন এবং সর্ট কোর্সের ছাত্রদের সংখ্যা ২০জন। ওমস্কায়া ওব্লাস্টে চীনা ভাষা জানা লোকের বেশ চাহিদা রয়েছে। যেমন বহু কোম্পানিতে চীনা শ্রমিকদের নিয়োগের সময়ে তাদের জন্য কোম্পানি দোভাষীর ব্যবস্থা করার দরকার হয়। চীন থেকে সাজ-সরজ্ঞাম আমদানি করার সময়েও বহু কোম্পানির চীনা ভাষা ও ইংরেজী বুঝতে পারার মত কর্মীর প্রয়োজন হয়। চলতি বছরে চীনা ভাষা বিভাগের স্নাতক ছাত্ররা প্রত্যেক মাসে ১৫ হাজার লুব্ল পেতে পারে।

    কয়েকজন ছাত্রছাত্রী চীনা ভাষা শিক্ষার অনুভূতি বর্ণনা করে বলেছেন, 

    চীনে থাকলে আমরা চীনের বেতার শুনতে পেতাম। তবে এখন এখানে আমরা শুধু কিছু কিছু চীনা পাঠ শুনতে পারি। গত বছরের গ্রীষ্মকালে আমরা চীনের তালিয়েন শহরে গিয়েছি। তালিয়েন একটি বিরাট শহর, খুব সন্দর। সেখানকার লোক খুবই অতিথিপরায়ন। স্নাতক হবার পর আমি চীনা ভাষা সংক্রান্ত চাকরি পেতে চাই। আমি চীনকে পছন্দ করি। কারণ আমি চীনা, চীনের কবিতা ও সংস্কৃতি পছন্দ করি। আমরা সবাই চীনের রাজধানী পেইচিংয়ে যেতে চাই।

    ওমস্কায়া ওব্লাস্টের জাতীয় শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগ রাশিয়ায় চীনা ভাষা শিক্ষার হিড়িকের একটি সংক্ষিপ্ত চিত্র মাত্র। বর্তমানে রাশিয়ায় বহু বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা কোর্স বা চীনা ভাষা বিভাগ চালু হয়েছে। চীনা ভাষা শিক্ষার তরুণ-তরুণীদের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এর পাশা পাশি চীনের কিছু বিশ্ববিদ্যালয়ও রাশিয়ায় শিক্ষক পাঠিয়েছে, যাতে চীনা ভাষা শিক্ষার ছাত্রছাত্রীদের সাহায্য দেয়া যায়। ওমস্কায়া ওব্লাস্টের জাতীয় শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের ভাইস উপাচার্য বালিনকি ব্যাখ্যা করে বলেছেন,

    চীন ওমস্কায়া ওব্লাস্টের জাতীয় শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়কে বেশি সাহায্য দিয়েছে। চলতি বছরে চীনের হার্পিন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষকতা করছেন। ছিছিহার শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ও আমাদের ব্যাপক সাহায্য করেছে। আমাদের প্রচেষ্টা ও চীনের শিক্ষকদের সাহায্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরাট উন্নতি হয়েছে। এ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের চীনা বিভাগের ২০০জন ছাত্রছাত্রী স্নাতক হয়েছেন।