v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Tuesday Apr 8th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-04 11:16:03    
তরুণ -তরুণীদের যৌন শিক্ষার উপর চীন গুরুত্ব দেয়

cri
    বর্তমান চীনের ১০ থেকে ২৪ বছর বয়স পর্যন্ত এই সময়কালের তরুণ-তরুণী এবং অবিবাহিত যুবক-যুবতীর সংখ্যা প্রায় ৩০ কোটিরও বেশি। চীনের আর্থ-সামাজিক ব্যবস্থার দ্রুত উন্নয়নের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। চীনে তরুণ-তরুণীর শরীরে নির্দিষ্ট সময়ের আগেই যৌনতার ছাপ দেখা দেয়। কিন্তু বিয়ের জন্য অনেকেই দেরী করতে হয়। এসব সমস্যার কিভাবে করা যায় এবং কিভাবে তরুণ-তরুণীরা নিজেদের স্বাস্থ্য রক্ষা করবে? এ বিষয়ে চীনের বিভিন্ন মহলের ধারণা হচ্ছে যৌন শিক্ষার উপর জোর দেয়া হলে এর সমাধান সম্ভব। আজকের " বিজ্ঞান ও জীবন" অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো।

    " ইউয়ে ইউয়ে একজন বিদ্যালয়ের ছাত্রী। একবার বিদ্যালয়ের এক অনুষ্ঠানে সুদর্শন ছাত্র লি ছিয়াংয়ের সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে উভয়েই বিদ্যালয়ের বিভিন্ন বিষয় অথবা সহপাঠিদের কিছু অন্তরঙ্গ ব্যাপার নিয়ে আলোচনা করতো। পরে তারা প্রতিদিন নিজেদের মধ্যে শর্ট ম্যাসেজ পাঠাতো এবং টেলিফোনে কথা বলতো। তারা প্রতিদিন একসঙ্গে বিদ্যালয়ে যাতায়াত করে । হঠাত্ একদিন ইউয়ে ইউয়ের মনে লি ছিয়াং-এর জন্যে একটু অনুভব করে , তাই সে মনস্তত্ত্বিক পরামর্শ বিভাগে এসেছে। সে মনস্তত্ত্ব বিভাগের শিক্ষক জিজ্ঞেস করে: ' সে লি ছিয়াংকে ভালবাসে কিনা?' তারপর আরো জিজ্ঞাস করে: ' আমরা কি চিরদিন ভালবাসতে পারি?' ছাত্রছাত্রীরা, তোমরা কি মনে করো? তারা দু'জন চিরদিন একে অপরকে ভালবাসতে পারে? ছাত্রছাত্রীরা সবাই নিশ্চুপ থাকে।"

    এটা হচ্ছে পেইচিংয়ের ১৭১ নম্বর বিদ্যালয়ের তরুণ-তরুণী স্বাস্থ্য একটি ক্লাসে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যেকার সংলাপ । পেইচিং এবং অন্য কয়েক ডজন শহর ও কিছু কিছু গ্রামীণ অঞ্চলের অনেক বিদ্যালয়ে এই ধরণের ক্লাস প্রতিষ্ঠিত হয়েছে। এই ক্লাস চীনের পরিবার পরিকল্পনা সমিতি চালাচ্ছে। এর লক্ষ্য হচ্ছে তরুণ-তরুণীদের মধ্যে যৌন শিক্ষা ও প্রসূতিদের স্বাস্থ্যরক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষাদান ।

    চীনের তরুণ-তরুণীরা গুরুত্বসহকারে বিদ্যালয়ের স্বাস্থ্য সংক্রান্ত ক্লাসে যৌবনকালের কিছু কিছু মৌলিক স্বাস্থ্য বিজ্ঞান শেখে। কিন্তু বিদ্যালয়ের শিক্ষার রূপ একটু একঘেঁয়ে , হৃদয়ানুভূতি ও মনস্তত্ত্ব ইত্যাদি ক্ষেত্রের তূলনামূলক শিক্ষা কম হয়। কিন্তু চীনের পরিবার পরিকল্পনা সমিতি আয়োজিত তরুণ-তরুণীদের শারীর সংক্রান্ত ক্লাস এখন প্রায় স্বয়ং সম্পূর্ণ । এটা যত বেশি বিজ্ঞান ভিক্তিক হবে ততই ভালো। তরুণ-তরুণীরা খুব সহজভাবেই তা গ্রহণ করতে পারবে ।

    যেমন ১৭১ বিদ্যালয়ের এই ক্লাসের কথাবর্তায় শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে বলেছেন যে , যৌনতা মানুষের লোকের জীবনে চিরদিন থাকে । যার উপর বৈজ্ঞানিক ও আন্তরিক মনোভাব মূলক ব্যবস্থা নেয়ে খুবই গুরুত্বপূর্ণ। ১৬ বছরের বয়স ছাত্রী সুমিন বলেছে:

    " এই ক্লাসের মাধ্যমে আমি ভালভাবে বুঝতে পারি যে, ছাত্রছাত্রীর মধ্যে কিভাবে যোগাযোগ করা উচিত। এই ক্লাস আমাদের অনেকর পছন্দ । কারণ আমাদের নিজেদের মনের কথা বিনিময় করতে পারি ।"

    ছাত্রছাত্রীদের মতবিনিময় করা শুধু " তরুণ-তরুণীদের স্বাস্থ্য" ক্লাসের এক ভাগ, এ ছাড়াও আরো অন্তর্ভুক্ত যে সন্তান উত্পাদন করা ও গর্ভধারণ প্রতিরোধ , এইডস প্রতিরোধ , যৌনতা এবং যৌন অভিযান ইত্যাদি বহু ক্ষেত্রের বিষয় । এই কাজটির উপর ভালভাবে কাজ করার জন্যে চীনের পরিবার পরিকল্পনা সমিতি আরো প্রচুর পাঠ্যপুস্তক প্রকাশ করেছে। এবং শিক্ষকদের নির্বাচন ও প্রশিক্ষণ প্রদান করেছে। শিক্ষকদের শেখানোর মান সুনিশ্চিত করার জন্যে " তরুণ-তরুণীদের স্বাস্থ্য" ক্লাসের শিক্ষক সবাইকে চিকিত্সা ও মনস্তত্ত্ব-সম্বন্ধীয় ব্যক্তির ইত্যাদি বিশেষজ্ঞদের মাধ্যমে নির্বাচন করতে হবে।

    " তরুণ-তরুণীদের স্বাস্থ্য" ক্লাস অনেক জনপ্রিয়। বর্তমান সংশ্লিষ্ট ক্লাসগুলো হচ্ছে চীনের বিভিন্ন স্থানের মোট ৩০০টি বিদ্যালয়ের নিয়মিত ক্লাস। যেমন, পেইচিং ৫৪ নম্বর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি সংশ্লিষ্ট ওয়েব-সাইট স্থাপন করেছে। এই ওয়েব-সাইট প্রতিষ্ঠিত হবার পর , ছাত্রছাত্রীদের অনেকই জনপ্রিয় হয়েছে। অনেক শিক্ষকও বিষয়টিকে সমর্থন করেন। শিক্ষক ছেন হুং বলেছেন:

    " এই ছাত্রছাত্রীরা লেখাপড়া শেষ করার পর, আগামী ক্লাসের ছাত্রছাত্রীরা আবার এই ওয়েব-সাইট চালাতে পারবে । যাতে ভালভাবে ওয়েব-সাইট রক্ষা তরা যায়।"

    চীনের পরিবার পরিকল্পনা সমিতি এই " তরুণ-তরুণীদের স্বাস্থ্য" ক্লাস চালানো ছাড়াও , ধারাবাহিকভাবে তরুণ-তরুণীদের স্বাস্থ্য শিক্ষাকে ত্বরান্বিত করেছে। যেমন, সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও ছাত্রছাত্রীর বাবা মাকে আমন্ত্রণ করে এই ক্লাসে অংশ নেয়ার ব্যবস্থা করা । এই " তরুণ-তরুণীদের স্বাস্থ্য" ক্লাস শুরু হবার পাঁচ বছরে অনেক সাফল্য অর্জিত হয়েছে।

    জানা গেছে, চীনের পরিবার পরিকল্পনা সমিতি অব্যাহতভাবে " তরুণ-তরুণীদের " শিক্ষার উপর আরো জোরদার ব্যবস্থা নেবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China