দক্ষিণ-পূর্ব এশিয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হচ্ছে " বিশ্বের সর্বোচ্চ গাড়ী রাখার পার্কিং স্টেশন " । এর অর্থ হচ্ছে ব্যাংককের যানজট সমস্যা খুবই প্রকট । তবে আধুনিক পাবলিক পরিবহনের জন্যে ব্যাংককের পরিবহন ক্ষেত্রে বেশী সমস্যা হয়নি। পরিবহন ওয়েব-সাইট ও আধুনিক পরিসেবার মাধ্যমে ব্যাংকক যানজট সমস্যার সুষ্ঠু সমাধান করেছে।
বর্তমানে , ব্যাংককে মোট ৪০ লাখেরও বেশি গাড়ী আছে এবং প্রতিবছরে প্রায় ৫ লাখ বৃদ্ধি পাচ্ছে । তাছাড়া, আরো ২০ ও ৩০ লাখেরও বেশি মোটর-সাইকেলসহ নানা যানবাহন আছে। এসব কারণে ব্যাংককের রাস্তায় বেশি গাড়ী জমে থাকে। আরেক কথা হলো: ব্যাংককের রাস্তা খুবই সঙ্কীর্ণ, সাইকেল রাস্তা নেই, ফুটপাত আরো সঙ্কীর্ণ। তাই ব্যাংককে যানজটে খুবই সমস্যা হয়।
ব্যাংকক শহরের ভবনগুলো খুবই লাগোয়া এবং জায়গা অনেক দামি । রাস্তা সম্প্রসারণ ও নতুন তৈরী করা কঠিন ব্যাপার। দশ বছর আগে, ব্যাংকক জার্মানির রাস্তা বিশেষজ্ঞদের নিয়ে তলে দক্ষিণ-উত্তর দিকে দুটি প্রধান একসপ্রেস সড়কপথ ডিজাইন করায় ,ফলে ব্যাংককে পরিবহন ক্ষেত্রে অনেক সুবিধা হয়।
একসপ্রেস সড়কপথ ছাড়া, সাম্প্রতিক বছরগুলোয় ব্যাংকক আরো মেট্রো রেল স্থাপন করেছে। ব্যাংকক পাবলিক পরিবহন সিস্টেম লিমিটেড কোম্পানি তা পরিচালনা করে।
এই মেট্রো রেল ব্যাংককের অর্থ, বাণিজ্য , বিনোদন ও পর্যটন কেন্দ্র সংযুক্ত করেছে । প্রতিদিন ৩ ও পাঁচ মিনিটের মধ্যে একবার করে, রেল চলাচল করে। চলাচল অনেক সুবিধা হয়েছে ।
২০০৪ সালে ব্যাংককের মেট্রো রেল প্রতিষ্ঠিত হয়। স্থাপনের সময় বেশি আগে নয় , তাই তা আন্তর্জাতিক আধুনিক প্রযুক্তি ও সাজ-সরঞ্জাম ব্যবস্থা সন্নিবেক্ষিত করেছে। ব্যাংককের মেট্রো রেলের দৈর্ঘ মোট ২০ কিলোমিটার । এর মধ্যে মোট ১৮টি স্টেশন আছে।
কার্যাদিবস শেষ হবার সময় প্রতি তিন মিনিট একবার করে রেল আসে । অন্য সময় প্রতি ছয় মিনিট একবার করে। প্রতিদিন প্রায় ২.৫ লাখ জনেরও বেশি লোক চলাচল করতে পারে। মেট্রো রেল স্টেশন মোট তিন তলা আছে। এক তলা হচ্ছে দোকান , তুই তলা হচ্ছে টিকিট বিক্রি করার স্থান । তিন তলা হচ্ছে স্টেশন।
দীর্ঘকালীন যানজট সমস্যা সমাধানের জন্যে ব্যাংকক সরকার শহরের ফুটপাতগুলো উন্নত করেছে ।
তাছাড়া, ব্যাংকক সড়ক পরিবহণ বিভাগ টেলিভিশনসহ নানা গান মাধ্যমে যানজট সমস্যার সমাধানে প্রচার চালাচ্ছে। টেলিভিশনের "জীবন অনুষ্ঠানে" প্রতিদিন অনেকবার শ্রোতাবন্ধুদের কাছে পরিবহণের অবস্থা জানানো হয়। টেলিভিশনেও সম্প্রতি পরিসেবার তপ্ত টেলিফোন চালানো হয়, শ্রোতাবন্ধুরা যে কোনো সময় টেলিফোন করে উপস্থাপকের কাছে জিজ্ঞাস করে জানতে পারেন ব্যাংকক শহরের কোনো কোনো এলাকার পরিবহণ অবস্থা কেমন । এমন দয়া করে উপস্থাপকে কাছে থেকে জেনে শ্রোতা শ্রেষ্ঠ রোড লাইন বেছে নিতে পারে।
ব্যাংকক মেট্রো রেল কোম্পানি পরিকল্পনা করেছে যে ২০১০ সালের আগে এই খাতি প্রায় ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার পুঁজিবিনিয়োগ করবে। মোট ২৪৮ কিলোমিটারের দীর্ঘ অন্য সাতটি মেট্রো রেল লাইন নির্মান করবে। এই মেট্রো রেল স্থাপন করলে তখন মোট ৪৫ লাখের বেশি মানুষ চলাচল করতে পারবে।
|