v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-31 19:36:54    
চীনে মানুষের জন্য ব্যবহার্য বার্ডফ্লু প্রতিরোধ টিকা বিষয়ক প্রথম পর্যায়ের গবেষণা কাজ সম্পন্ন হয়েছে

cri
    চীনের কুওসিং জীবাণুজাত দ্রব্য কোম্পানি ও চীনের ব্যাধি প্রতিরোধ কেন্দ্রের যৌথ উদ্যোগে মানুষের জন্য ব্যবহার্য বার্ডফ্লু প্রতিরোধ টিকার প্রথম পর্যায়ের গবেষণা কাজ সম্প্রতি শেষ হয়েছে । গবেষণার ফলাফল অনুযায়ী , এই টিকা মানুষের জন্য নিরাপদ ও কার্যকর । বর্তমানে সংশ্লিষ্ট কর্মীরা মানুষের জন্য ব্যবহার্য বার্ডফ্লু প্রতিরোধ টিকা বিষয়ক দ্বিতীয় পর্যায়ের গবেষণা কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন ।

    মোট ১২০জন স্বেচ্ছাসেবক মানুষের জন্য ব্যবহার্য বার্ডফ্লু প্রতিরোধ টিকা বিষয়ক প্রথম পর্যায়ের পরীক্ষা কাজে যোগ দিয়েছেন । গোটা পরীক্ষা কার্যক্রম স্বেচ্ছাসেবকদের অনুমতিতে এবং প্রচলিত আন্তর্জাতিক রীতি-প্রথা অনুসারে শেষ হয়েছে । প্রথম পর্যায়ের পরীক্ষার ফলাফল অনুযায়ী , এই টিকা মানুষের জন্য নিরাপদ ও কার্যকর । কোসিং কোম্পানির জেনারেল ম্যানেজার , এবারের পরীক্ষা চালানো গ্রুপের দায়িত্বশীল ব্যক্তি ইং ওয়ে তুং বলেছেন ,

    মানুষের লক্ষে ব্যবহার্য বার্ডফ্লু প্রতিরোধ টিকা গবেষণা ও তৈরী করার জন্য ১২০জন স্বেচ্ছাসেবককে চারটি গ্রুপে বিভক্ত করা হয় । ভিন্ন গ্রুপের জন্য ভিন্ন পরিমাণের টিকা ব্যবহার করা হয়েছে । ফলে সকলের শরীরে নেতিবাচক প্রভাব আবির্ভূত হয় নি । এই পরীক্ষার ফলাফল থেকে প্রতিপন্ন হচ্ছে যে , এই চারটি গ্রুপে ভিন্ন পরিমাণের টিকা ব্যবহারে মানুষের শরীরের জন্য যথাযথ সুফল সৃষ্টি হয়েছে । এর মধ্যে যে গ্রুপে ১০ মাইক্রোগ্রাম টিকা ব্যবহার করা হয়েছে , সে গ্রুপে সর্বশ্রেষ্ঠ কার্যকারীতা অর্জিত হয়েছে ।

    চীনে মানুষের জন্য ব্যবহার্য বার্ডফ্লু প্রতিরোধ টিকা গবেষণার যে কাজ চালানো হয়েছে , তাকে হোল ভিরিয়ন ইনএক্টিভেটেড , স্প্লিট ভাইরাস ভ্যাকসিনসহ কতিপয় জাতের টিকায় বিভক্ত করা হয় । এর আগে যুক্তরাষ্ট্র , ফ্রান্স ও অস্ট্রেলিয়া মানুষের জন্য ব্যবহার্য বার্ডফ্লু প্রতিরোধ টিকা বিষয়ক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে । এসব দেশের পরীক্ষা কাজে পুরোপরিভাবে স্প্লিট ভাইরাস ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে । কিন্তু চীনে প্রথম হোল ভিরিয়ন ইনএকটিভেটেড ব্যবহার করে মানুষের জন্য ব্যবহার্য বার্ডফ্লু প্রতিরোধ গবেষণার কাজ চালানো হয়েছে । এর মধ্যে ১০ মাইক্রোগ্রাম টিকা ব্যবহারে ৭৮ শতাংশ লোকের শরীরে যে প্রতিরোধের সামর্থ্য সৃষ্টি হয়েছে , তাতে কার্যকরভাবে বার্ডফ্লু ভাইরাস প্রতিরোধ করা যাচ্ছে । এর কার্যকারিতা স্প্লিট ভাইরাস ভ্যাকসিনের চেয়ে ভাল হয়েছে ।

    অন্য দিকে চীনে মানুষের জন্য ব্যবহার্য বার্ডফ্লু প্রতিরোধ টিকা বিষয়ক গবেষণা কাজে উন্নত মানের রিভার্স জেনেটিকস্ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে । ফলে মানুষের ব্যবহারের জন্য এই ধরনের টিকার উত্কৃষ্টতা পাওয়া গেছে । এতে মানুষের শরীরে রোগ প্রতিরোধ শক্তি বেড়েছে ।

    ইং ওয়ে তুং বলেছেন , পৃথিবীতে চীনের মানুষের জন্য বার্ডফ্লু প্রতিরোধ টিকা এমন চতুর্থ টিকা , যার মাধ্যমে এইচ৫এন১ বার্ডফ্লু প্রতিরোধ করা যাচ্ছে । এ থেকে সাব্যস্ত হচ্ছে যে , এই ক্ষেত্রে চীনের গবেষণার কাজ বিশ্বের উন্নত মানের শামিল হয়েছে ।

    মানুষের জন্য ব্যবহার্য বার্ডফ্লু প্রতিরোধ টিকার গবেষণা ও তৈরীর কাজ প্রধাণতঃ উন্নত দেশগুলোর আন্তঃদেশীয় কোম্পানিগুলোতে চালানো হচ্ছে । এ পর্যন্ত এই কাজ শুধু গবেষণার পর্যায়ে রয়েছে ।

    খবরে প্রকাশ , চীনের কোসিং জীবাণুজাত দ্রব্য কোম্পানি বার্ডফ্লু প্রতিরোধ টিকা বিষয়ক দ্বিতীয় পর্যায়ের গবেষণা কাজ চালানোর আবেদন করছে । অদূর ভবিষ্যতে এই আবেদন চীনের রাষ্ট্রীয় খাদ্য ও ওষুধপত্র তত্ত্বাবধান এবং ব্যবস্থাপনা ব্যুরোর কাছে অর্পণ করা হবে । দ্বিতীয় পর্যায়ের গবেষণা কার্যক্রমের জন্য বয়স ও লোকসংখ্যার দিক থেকে আরো বেশি স্বেচ্ছাসেবক লাগবে । যাতে টিকার নিরাপত্তা ও ফলপ্রসূতা আরো যাচাই করা যায় ।