দর্শনীয় স্থানগুলোর পর্যটন শিল্প প্রসারের সময় পরিবেশ রক্ষাকে প্রাধান্য দেয়া হবে । ৩১ আগষ্ট আমাদের সংবাদদাতা চীনের জাতীয় পর্যটন ব্যুরো থেকে এই তথ্য পেয়েছেন ।
চীনের জাতীয় পর্যটন ব্যুরোর একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , উত্তম পরিবেশ দর্শনীয় স্থানের পর্যটন শিল্প প্রসারের ভিত্তি ও পূর্বশর্ত । পরিবেশ রক্ষা পর্যটন শিল্পের প্রসারকে তরান্বিত করবে । তিনি উল্লেখ করেছেন , পরবর্তীকালে চীন দর্শনীয় এলাকার পরিবেশ রক্ষা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা ও প্রচার জোরদার করবে । বিশেষ করে দর্শনীয় স্থানগুলোর পর্যটন বিভাগের পরিচালক , কর্মী , স্থানীয় অধিবাসী ও পর্যটকদের মধ্যে পরিবেশ রক্ষার শিক্ষা দেয়া হবে।
দর্শনীয় স্থানগুলোর পর্যটনে প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় অধিবাসীদের জীবনযাত্রা নিশ্চিত করতে হবে । এই ধরনের পর্যটনে প্রাকৃতিক নিদর্শন রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
|