নতুন সংশোধিত বাধ্যতামূলক শিক্ষা আইন পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকরহবে । এই সংশোধিত আইনে পল্লী অঞ্চলের চাহিদা মেটানোকে প্রাধান্য দেয়া হয়েছে ।
চীনে নয় বছরের বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে । নতুন শিক্ষা আইনে বলা হয়েছে , বাধ্যতামূলক শিক্ষা মেয়াদে সব ছাত্রের ফি ও অন্যান্য ফি মওকুফ করা হবে । বাধ্যতামূলক শিক্ষা প্রতিষ্ঠানের সরকারী অর্থবরাদ্দ নিশ্চিত হবে । অর্থবরাদ্দের ক্ষেত্রে পল্লী অঞ্চলের স্কুল ও শহরের দুর্বল স্কুলের প্রতি সুবিধা দেয়ার ব্যবস্থা নেয়া হবে এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্নাতক ছাত্র ও শিক্ষকদের পল্লী অঞ্চলের স্কুলে কাজ করতে উত্সাহ দেয়া হবে ।
সংশোধিত বাধ্যতামূলক শিক্ষা আইনে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের অযৌক্তিক ফি আদায় নিষেধ করা হয়েছে এবং পাঠ্যবইয়ের একাধিকবার ব্যবহারের আহ্বান জানানো হয়েছে ।
|