স্টিফেন হার্পার ১৯৫৯ সালে ক্যানাডার বৃহত্তম শহর---টরেন্টোতে জন্ম গ্রহণ করেন। মাধ্যমিক স্কুলে স্নাতক হবার পর তিনি তাঁর বাবা ও মায়ের সঙ্গে আলবার্টো প্রদেশে চলে যান। সেখানে তিনি কালগ্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্নাতক হবার পর তিনি অর্থনীতিতে মাস্টার ডিগ্রী করেছেন। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে তিনি পশ্চিম ক্যানাডায় থাকেন এবং চাকরি করেন।
১৯৮৫ সালে হার্পার অগ্রগামী রক্ষণশীল পার্টির সদস্য জিম হোক্সের সাহায্যকারী হিসেবে কাজে যোগ দেন। তারপর তিনি রাজনীতিতে রাজনৈতিক নামেন। ১৯৯৩ সালে হার্পার ক্যানাডার ফেডারেশন পার্টির পশ্চিম কালগ্যারির নির্বাচনী এলাকার ফেডারেশন সদস্য নিযুক্ত হন। তিনি অর্থনৈতিক বিষয়ে দায়িত্ব পালন করেছেন এবং এই পার্টির জন্য কর আদায় ও অর্থনৈতিক নীতি প্রণয়ন করেছেন।
২০০৩ সালে হার্পারের উদ্যোগে অগ্রগামী রক্ষণশীল পার্টি ও ক্যানাডায় তার সহযোগিদের নিয়ে রক্ষণশীল পার্টি গঠিত হয়। তিনি রক্ষণশীল পার্টির প্রথম নেতা নির্বাচিত হন। ২০০৪ সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে হার্পারের নেতৃত্বাধীন রক্ষণশীল পার্টি ক্ষমতাসীন পার্টির কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফলে রক্ষণশীল পার্টি সংসদের ৯৯টি আসন পায়। রক্ষণশীল পার্টি বৃহত্তম বিরোধী পার্টিতে পরিণত হয়। ২০০৬ সালের জানুয়ারী মাসে রক্ষণশীল পার্টি নির্বাচনে বিজয় লাভ করেছে। হার্পার ২২তম প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারী থেকে তিনি ক্যানাডার ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
|